For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হবে না কোনও সমস্যা! আগামী সপ্তাহে দেউচা পচামি কয়লা খনির প্রথম পর্যায়ের কাজ শুরু, বললেন মমতা

আগামী সপ্তাহেই বীরভূম জেলার ডেউচা পচামী এলাকায় কয়লা খনি প্রকল্পর প্রথম পর্যায়ের কাজ শুরু করে দেওয়া হবে ।

  • |
Google Oneindia Bengali News

আগামী সপ্তাহেই বীরভূম জেলার ডেউচা পচামী এলাকায় কয়লা খনি প্রকল্পর প্রথম পর্যায়ের কাজ শুরু করে দেওয়া হবে । বুধবার কযলা মন্ত্রকের কাছে থেকে এই প্রকল্প করার ছাড়পত্র পাওয়া গিয়েছে । বৃহস্পতিবার, দিঘায় দুদিনের বিজনেস কনক্লেভ বৈঠকের শেষ দিন এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 হবে না কোনও সমস্যা! আগামী সপ্তাহে দেউচা পচামি কয়লা খনির প্রথম পর্যায়ের কাজ শুরু, বললেন মমতা

হরিণসিঙা ও দেওয়ানগঞ্জ এলাকায় যেখানে কম গভীর এলাকায়, মাটি থেকে ২০০ থেকে ৩০০ মিটার নিচে কয়লা পাওয়া যাবে সেখানে এই কাজ প্রথম পর্যায়ে শুরু করা হবে । এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দু এক দিনের মধ্যে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এলাকায় যাবেন । পাশাপাশি এই এলাকায় পরিবেশ ও পুনর্বাসনের ব্যবস্থার কাজ শুরু করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে চব্বিশ মাসের মধ্যে এখানে কয়লা উত্তোলন করা শুরু হবে ।

এই এলাকা ঝাড়খণ্ড রাজ্য সীমান্তে অবস্থিত ও আদিবাসী অধ্যুষিত এলাকায় অনেকগুলি পাথর খাদান আছে ।
এই এলাকায় মাটির নিচে প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন কয়লা মজুত আছে । এই প্রকল্প চালু হলে দশ হাজারের বেশি লোকের কর্ম সংস্থান হবে ।
এই বছর জুন মাসে এই এলাকায় কয়লা ব্লকের স্বত্ব আদায় করে রাজ্য সরকার । সেপ্টেম্বর মাসে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই এলাকায় কয়লাখনির প্রকল্প উদ্বোধন করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী।
তার পর বিজেপি র রাজ্যসভার এক সাংসদ এই প্রকল্পটির বিরোধিতা করে ও এই প্রকল্প চালু হলে আদিবাসী পরিবারের সদস্যরা সমস্যার মধ্যে পড়বেন বলে জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন ।
এই প্রকল্প চালু হলে এলাকায় পাথর খাদানের সমস্যা হবে বলে দাবি করে আন্দোলনের হুমকি দেয় পাথর খাদান মালিকদের সংগঠন । পাশাপাশি পুনর্বাসন নিয়ে আন্দোলন শুরু করে একটা আদিবাসী সংগঠন।
এই দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা যে কারও কোনও সমস্যা হবে না । এলাকাতে কাজ শুরু করার আগে এই এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখতে এলাকায় যাবেন মুখ্যসচিব ।

English summary
First phase work of Birbhum Coal block will start from next week, says CM Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X