For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিসের সিল করা পানশালায় আগুন, তদন্তে জলপাইগুড়ি পুলিসের বিশেষ টিম

জলপাইগুড়িতে ধরম পাসোয়ানের পানশালা সিল করে দিয়েছিল পুলিস। পানশালার আড়ালে দেহ ব্যবসা চলত সেখানে। তারপরেই চরম পদক্ষেপ করে পুলিস। মালিককে গ্রেফতার করে সিল করে দেওয়া হয় পানশালা।

  • |
Google Oneindia Bengali News

জলপাইগুড়িতে ধরম পাসোয়ানের পানশালা সিল করে দিয়েছিল পুলিস। পানশালার আড়ালে দেহ ব্যবসা চলত সেখানে। তারপরেই চরম পদক্ষেপ করে পুলিস। মালিককে গ্রেফতার করে সিল করে দেওয়া হয় পানশালা। জলপাইগুড়ি ২নং ঘুমটি জয়ন্তি পাড়া এলাকায় পানশালার মহিলাদের যে বাড়িতে রাখা হত সেই বাড়িতে আজ সকালে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পায়।

পুলিসের সিল করা পানশালায় আগুন, তদন্তে জলপাইগুড়ি পুলিসের বিশেষ টিম

এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । পুলিস হেফাজতে থাকা বাড়িটিকে কী করে আগুন লাগল তা নিয়ে ধন্দ বাড়ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

অন্যদিকে গতকাল এই পানশালার মালিক ধরম পাসওয়ানকে কলকাতার কসবা থেকে গ্রেপ্তার করেছে পুলিস। জলপাইগুড়ি জেলা পুলিসের একটি বিষেশ টিম কলকাতা থেকে সড়ক পথে জলপাইগুড়ি নিয়ে আসা হচ্ছে। গত ১৬ই জুলাই জলপাইগুড়ি মার্চেন রোডে একটি পানশালায় অভিযান চালিয়েছিল কোতয়ালি থানার পুলিস, এই পানশালায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলাদের নিয়ে আসা হতো এবং রমরমিয়ে চলতো দেহব্যবসা । পানশালায় অভিযান চালিয়ে মোট ২৮ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছিল ১৩জন মহিলাকে।

English summary
fire at police sealed bar in Jalpaiguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X