For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন তৃণমূল নেতা শঙ্কুদেবের জার্সি বদল, যোগ দিলেন বিজেপিতে

বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে থাকার পরে অবশেষে জার্সি বদল করছেন শঙ্কুদেব পণ্ডা। যোগ দিয়েছেন বিজেপিতে

  • |
Google Oneindia Bengali News

সারদা ও নারদ কাণ্ডে অভিযোগের আঙুল উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তথা ছাত্র নেতা থেকে উঠে এসে তৃণমূলে বড় পদ পাওয়া শঙ্কুদেব পণ্ডাকে। বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে থাকার পরে অবশেষে জার্সি বদল করছেন তিনি। যোগ দিয়েছেন বিজেপিতে।

প্রাক্তন তৃণমূল নেতা শঙ্কুদেবের জার্সি বদল, যোগ দিলেন বিজেপিতে

এর আগে মুকুল রায়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাঁর গেরুয়া শিবিরে ঢোকার পর বেশ কয়েকজন নেতা-সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার সেই দলে নাম লেখালেন শঙ্কুও।

[আরও পড়ুন:টিভি অনুষ্ঠানের পর কি এবার কংগ্রেস থেকে নাম কাটা যাবে সিধুর! কী চলছে পঞ্জাবে ][আরও পড়ুন:টিভি অনুষ্ঠানের পর কি এবার কংগ্রেস থেকে নাম কাটা যাবে সিধুর! কী চলছে পঞ্জাবে ]

কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন পরিচিত মুখকে বিজেপিতে যোগ দিইয়ে মুকুল রায় তৃণমূলকে চাপে ফেলে দিয়েছেন। শঙ্কু তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন একসময়। কয়েকদিন আগে সৌমিত্র খাঁ, ভারতী ঘোষদের গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। মুকুল আগেই জানিয়ে রেখেছেন, লোকসভা ভোটের আগে আরও কয়েকজন পাইপলাইনে রয়েছেন।

প্রাক্তন তৃণমূল নেতা শঙ্কুদেবের জার্সি বদল, যোগ দিলেন বিজেপিতে

[আরও পড়ুন: আর রাখঢাক নয়, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ কীর্তি আজাদের ][আরও পড়ুন: আর রাখঢাক নয়, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ কীর্তি আজাদের ]

শঙ্কুদেব যে তাঁদের অন্যতম তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনের আগে শঙ্কুর বিজেপিতে যোগদান যে নিঃসন্দেহে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন:পাক হাই কমিশনারকে তলব ইসলামাবাদের, কোন পথে এগোচ্ছে দুই দেশের কূটনীতি ][আরও পড়ুন:পাক হাই কমিশনারকে তলব ইসলামাবাদের, কোন পথে এগোচ্ছে দুই দেশের কূটনীতি ]

English summary
নEx TMC leader Shankudeb Panda joins BJP ahead of Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X