For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের ঘণ্টা বাজতেই রাজ্যের পুলিশকর্মীদের ছুটি বাতিল করে দিল নির্বাচন কমিশন

আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করে দিল নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশে প্রেক্ষিতে বিক্ষিপ্ত অসন্তোষ পুলিশ মহলে।

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করে দিল নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশে প্রেক্ষিতে বিক্ষিপ্ত অসন্তোষ পুলিশ মহলে।

ভোটের ঘণ্টা বাজতেই রাজ্যের পুলিশকর্মীদের ছুটি বাতিল

শুক্রবার বিকালে নির্বাচন কমিশন বাংলা সহ দেশের ৫টি রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। সেই ঘোষণার মুহুর্ত হতেই এই ৫টি রাজ্যেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। সেই সঙ্গে রাজ্যের পুলিশবাহিনীও চলে গিয়েছে নির্বাচন কমিশনের অধীনে। সেই কমিশনের নির্দেশেই এবার কলকাতা পুলিশের সব কর্মিদেরই ছুটি বাতিল করে দেওয়া হল আগামী ১০ মে পর্যন্ত। কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিয়েছেন।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৭ মার্চ থেকে ১০ মে পর্যন্ত স্পেশ্যাল সিপি, অ্যাডিশনাল সিপি, যুগ্ম কমিশনার, ডিসি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ পদ মর্যাদার সব আধিকারিকের এবং তাঁদের অধীনে কর্মরত সব পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। বিশেষ জরুরি পরিস্থিতি না হলে ছুটি মিলবে না।

আর তার জেরে কিছুটা হলেও ক্ষোভ ছড়িয়ে কলকাতা পুলিশের অন্দরে। সূত্রের খবর, কমিশনারের নির্দেশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি অবস্থা না হলে কোনও পুলিশকর্মী কোনও ছুটি পাবেন না। এতেই ক্ষোভ দেখা গেছে পুলিশের একাংশের। যদিও কমিশনের নির্দেশ অগ্রাহ্য করার সাহস কারোরই নেই। তবুও তাদের বক্তব্য, গত মার্চের পরিচিতি শুরু থেকেই দিনরাত এক করে কাজ করে চলেছেন পুলিশকর্মীরা। তারপর রাজ্যে উৎসবের মরসুম। এবং শেষে বিধানসভা নির্বাচন। এরপরেও রয়েছে পৌরসভা ভোট। তাই এই নিয়েই ক্ষোভ তাদের অন্দরে।

যে কোনও নির্বাচনে কলকাতার শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিপুণভাবে সামলাতে হয় কলকাতা পুলিশকেই। কমিশনও সেই কথা বিলক্ষণ জানে। আর তাই ভোটের সময় শহরের নিরাপত্তা থেকে আইনশৃঙ্খলা রক্ষার কথা মাথকায় রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর।

English summary
Election Commission canceled the leave of the state police personnel after vote announced.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X