For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় রোজ ভ্যালির তিনটি অফিসে হানা দিল ইডি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রোজ ভ্যালি
কলকাতা, ২৩ মে: সারদা-কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে, তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসাররা হানা দিলেন রোজ ভ্যালির তিনটি অফিসে, এক যোগে। নিয়মকানুন না মেনে বাজার থেকে টাকা তুলে তা তছরুপের অভিযোগে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার দিনভর চলে তল্লাশি।

গতকাল সল্ট লেক, বাগুইআটি ও বারাসতে রোজ ভ্যালির অফিসে হঠাৎ হানা দেয় ইডি। খুঁটিয়ে দেখা হয় কাগজপত্র। কিছু নথিপত্র তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র নিয়মকানুন না মেনে সাধারণ মানুষের কাছে থেকে দীর্ঘদিন ধরে টাকা তুলছে রোজ ভ্যালি। বেআইনিভাবে তারা এই টাকা খাটাচ্ছে হোটেল, মিডিয়া, মশলা, রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে। এর জেরে সেবি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। পাশাপাশি, ওডিশায় তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। এর জেরে রোজ ভ্যালি-সহ মোট ৪৩টি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা করে ওডিশা সরকার। সম্প্রতি সারদা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সারদা-সহ ওই ৪৩টি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই। তার আগেই ইডি-র তল্লাশিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

রোজ ভ্যালির চেয়ারম্যান গৌতম কুণ্ডু বলেছেন, "হ্যাঁ, আমাদের তিনটি অফিসে ইডি তল্লাশি চালিয়েছে। আমরা ওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি। সব নথিপত্র দেখিয়েছি। আমরা নিয়ম মেনে ব্যবসা করছি। তাই ভয় পাওয়ার কিছু নেই। আমাদের উদ্দেশ্য, সাধারণ মানুষকে টাকা ফেরত দেওয়া। সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছি। ভবিষ্যতেও ইডি বা সিবিআইয়ের সঙ্গে আমরা সহযোগিতা করব।"

এদিকে, ইডি-র তল্লাশি অভিযানের সূত্রে রোজ ভ্যালির বিভিন্ন অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ সারদা গোষ্ঠীর মতো যদি পরিণতি হয়, তা হলে রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা। যদিও কর্তৃপক্ষ কর্মীদের আশ্বস্ত করেছে।

English summary
ED raids Rose Valley offices in Kolkata, Chairman claims innocence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X