For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষার শুরুতেই প্লাবিত এলাকা, আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনহাটার মানুষ

বর্ষার শুরুতেই প্লাবিত এলাকা, আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনহাটার মানুষ

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বৃষ্টির জল, সেই সঙ্গে নদীর জল বেড়ে প্লাবিত সীমান্তবর্তী দিনহাটা ১ ব্লকের গীতালদহ, জারিধরলা ও দরিবস কয়েকটি গ্রাম। বিষধর সাপ, পোকামাকড়ের আতঙ্ককে সঙ্গী করে রাত কাটাচ্ছেন গ্রামবাসীরা।

বর্ষার শুরুতেই প্লাবিত এলাকা, আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনহাটার মানুষ

প্রতিবছরই বৃষ্টির জল ও নদীর জল একসাথে বেড়ে যাওয়ায় গ্রামে প্লাবন দেখা যায়। এবছরও তাই। দুদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা ব্লকের কয়েকটি গ্রাম। প্রায় ৩০ হাজার লোকের বসবাস এই ব্লকে এই কয়টি গ্রামে। দীর্ঘদিনের সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি কোন। আজও মিলেনি কোনও স্থায়ী সমাধান‌। প্রতিবছর বর্ষা এলেই গ্রাম। সেই সঙ্গে বিপুল পরিমাণ ফসলেরও ক্ষতি হয়। কিন্তু সরকারি সাহায্য সেভাবে না মেলায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে।

ব্লক প্রশাসনের অবশ্য দাবি, জল প্লাবিত দুই গ্রামের বাসিন্দাদের পরিবার পিছু একটি করে ত্রিপল ছাড়াও শুকনো খাবার দেওয়া হয়েছে। তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সীমান্তে পহরারত বিএসএফের সাথে ও যোগাযোগ রাখা হচ্ছে।

কিন্তু এতে স্থায়ী কোন সমাধান সূত্র মিলবে কি ? উত্তর আজও অধরা দিনহাটা ব্লকের গ্রামবাসীদের কাছে।
স্থানীয়রা জানাচ্ছেন, বর্ষা শুরু হতেই নদীর জল বেড়ে আবারও নতুন করে প্লাবিত হয়ে পড়েছে গ্রাম। বাড়িতে জল ঢোকার পাশাপাশি কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার বাসিন্দাদের কারো কারো বাড়িতে নিজেদের শোবার ঘরে খাটের উপরে, রান্না ঘরে ঢুকে পড়েছে জল। সেই সঙ্গে বিষধরসাপ, পোকা মাকড়ের ভয়ে রাত কাটাতে হচ্ছে গ্রামবাসীর।

কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাসন্তীতেকলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাসন্তীতে

English summary
Dinhata submerged in water after heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X