For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলায় সরকারি সম্পত্তি নষ্ট করেছে যারা, তাদের গুলি করা উচিত', এরপরই 'ক্ষমা'র কোন শর্ত দিলেন দিলীপ

'বাংলায় সরকারী সম্পত্তি নষ্ট করেছে যারা, তাদের গুলিই করা উচিত', এরপরই 'ক্ষমা'র কোন শর্ত দিলেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

গতকালই তিনি বাংলার রাজনীতির পারদ চড়িয়ে বলেন, ' পঞ্চাশ লাখ মুসলিম অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে, প্রয়োজনে তাঁদের মেরে তাড়াতে হবে। ' যে মন্তব্য রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা দেশের রাজনীতিকে। এরপরই বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও এক মন্তব্যের পর থেকে আরও এক মন্তব্য তাঁকে বিতর্কে রেখেছে।

দিলীপ ঘোষের মন্তব্য ফের 'গুলি' নিয়ে

ফের একবার 'গুলি' নিয়ে মন্তব্য করে বিতর্কের আওতায় দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'বাংলার সম্পত্তি যারা নষ্ট করেছে তাদের গুলি করে মারা উচিত। যদি মানুষ মনে করে যে আমি ভুল, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মীরা প্রতিবাদীদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করেছে তাঁদের ক্ষমা চাইতে হবে। '

'আমরা সরকারে আসলে এমন ব্যক্তিদের চিহ্নিত করব'.. কোন ইঙ্গিত ?

'আমরা সরকারে আসলে এমন ব্যক্তিদের চিহ্নিত করব'.. কোন ইঙ্গিত ?

পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ জানান 'যদি কেউ সরকারী সম্পত্তি নষ্ট করে ৫০০ কোটি টাকার,আর পালিয়ে যায়.... আমরা সরকারে আসলে এদের চিহ্নিত করব আর মারব। কাউকে ছাড়ব না। ' এই মন্তব্য ২৪ পরগনায় রবিবার রাতে এক পথ সভায় করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

 ২১ এ নজর ও 'অনুপ্রবেশ কারী ' বিতর্ক

২১ এ নজর ও 'অনুপ্রবেশ কারী ' বিতর্ক

এর আগে , একাধিক বিতর্কিত মন্তব্যের পরও শেষমেশ ২০২১ সালের আগে বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন হয়েছেন দিলীপ ঘোষ। তবে , পের একবার তখত পেয়ে আরো বিধ্বংসী মেজাজে দিলীপ ঘোষ বলেন, ' দেশ থেকে ৫০ লক্ষ অনুপ্রবেশকারী মুসলিমকে বের করে দেওয়া হবে। তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।' ফলে বোঝাই যাচ্ছে যে ২০২১ সালের আগে আরো দক্ষিণপন্থাকেই মূলধন করে রাজ্যে মমতার সাম্রাজ্যে থাবা বসাতে চলেছে বিজেপি।

প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় উঠে এল ২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্ট প্রসঙ্গপ্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় উঠে এল ২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্ট প্রসঙ্গ

English summary
BJP West Bengal Cheif Dilip Ghosh says , people who damage public property in West Bengal should be shot at
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X