For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানি পাচ্ছেন না! কেন্দ্রের ঘোষণা নিয়ে মমতার সমালোচনার পাল্টা দিলীপের

কাটমানি পাচ্ছেন না! কেন্দ্রের ঘোষণা নিয়ে মমতার সমালোচনার পাল্টা দিলীপের

  • |
Google Oneindia Bengali News

হাতে টাকা আসছে না, কাটমানি পাচ্ছেন না। কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাল্টা জবাব দিলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেশকে ভাঁওতা দিল মোদী সরকার। তাঁর দাবি ২০ লক্ষ কোটির প্যাকেজ এটা নয়, এটা ১০ লক্ষ কোটিরও কম টাকার প্যাকেজ।

কাটমানি পাচ্ছে না

কাটমানি পাচ্ছে না

মুখ্যমন্ত্রীর এদিন বলেছেন, কেন্দ্র রাজ্যগুলিকে টাকা দেয়নি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, হাতে টাকা আসছে না। কাটমানি পাচ্ছেন না, সেই জন্য ক্ষোভ মুখ্যমন্ত্রীর।

সাহায্যের তালিকায় ৫ নম্বরে ভারত

সাহায্যের তালিকায় ৫ নম্বরে ভারত

দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, আর্থিক পরিস্থিতি মোকাবিলায় নিজের নিজের দেশে যে ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাহায্যের পরিমাণ জিডিপির ১০ শতাংশ। জাপান এব্যাপারে সবার ওপরে রয়েছে। তাদের ঘোষিত সাহায্যের পরিমাণ ২১.১ শতাংশ। আমেরিকা এব্যাপারে সাহায্য করেছে ১৩ শতাংশের মতো।

মুখ্যমন্ত্রীর পুরনো অভিযোগ

মুখ্যমন্ত্রীর পুরনো অভিযোগ

মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে ফেডারেল স্ট্রাকটারে আঘাতের কথা বলেছেন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভিযোগ। ওনার খালি টাকা চাই। অন্য কোনও রাজ্য এরকম করেনি বলেও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

কেন্দ্রের ঘোষণা নিয়ে মমতা

কেন্দ্রের ঘোষণা নিয়ে মমতা

মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে, তা জিডিপির ১০%। এদিন আর্থিক প্যাকেজ ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন, যে ঘোষণা করা হয়েছে তা জিডিপির ১০ শতাংশ নয়, ২ শতাংশ।
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা সম্পর্কে বিভিন্ন বিশেষণ প্রয়োগ করেন। তিনি বলেন, অশ্ব ডিম্ব, বিগ জিরো। আই ওরাশ। মানুষকে ধোঁকা ও ভাঁওতা বলেও অভিহিত করেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ এদিনের কেন্দ্রের ঘোষণায় মানি ট্রান্সফারের কোনও কথা নেই। পাবলিক স্পেন্ডিং বাড়ানো হয়নি। এমএসএমই নিয়ে রেসরকম কোনও কথা নেই। রাজ্যগুলিকে সাহায্যের কথা বলা হয়নি। করানো মোকাবিলায় বরাদ্দের কথাও এই ঘোষণায় নেই। কর্ম সংস্থার কথাও বলা হয়নি এই ঘটনায়।

করোনা : ১ দিনে ভারতে ১ লাখ টেস্ট হবে! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে কোন আশার আলো স্বাস্থ্যমন্ত্রীর করোনা : ১ দিনে ভারতে ১ লাখ টেস্ট হবে! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে কোন আশার আলো স্বাস্থ্যমন্ত্রীর

English summary
Dilip Ghosh criticises Mamata Banerjee's comments. Previously CM Mamata Banerjee's reax on Finance Minister Nirmala Sitharaman's announcement. Big zero, says Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X