For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের মন্ত্রীর কথায় ঘোড়া হাসবে! সময় আসলে তৃণমূলীদের পুজো ধুতরো, জবা ফুলে, বললেন দিলীপ

তৃণমূলের এখন মামলা করা ছাড়া কাজ নেই। মামলা করে আদালতে গিয়ে অন্যদের আটকানোর চেষ্টা করছে। সাধারণ মানুষও এখন পুলিশের বিরুদ্ধে চলে গিয়েছে। সেই কারণে ভরসা এখন শুধুমাত্র আদালত।

Google Oneindia Bengali News

তৃণমূলের এখন মামলা করা ছাড়া কাজ নেই। মামলা করে আদালতে গিয়ে অন্যদের আটকানোর চেষ্টা করছে। সাধারণ মানুষও এখন পুলিশের বিরুদ্ধে চলে গিয়েছে। সেই কারণে ভরসা এখন শুধুমাত্র আদালত। কিন্তু ২০২১-এ বিজেপি জনগণের আদালতে যাবে। মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

মোদীর কাছে গরিব কল্যাণ রোজগার অভিযানে রাজ্যের নাম অন্তর্ভুক্তির দাবিতে চিঠি! মমতাকে পরামর্শ অধীরেরমোদীর কাছে গরিব কল্যাণ রোজগার অভিযানে রাজ্যের নাম অন্তর্ভুক্তির দাবিতে চিঠি! মমতাকে পরামর্শ অধীরের

 মুখ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল

মুখ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল

দিলীপ ঘোষের অভিযোগ তৃণমূল মুখ বাঁচানোর চেষ্টা করছে। বিরোধীরা রাস্তায় নামলে বাড়ির সামনে পুলিশ দেওয়া হচ্ছে। তাদের অপকর্ম লিখলে মিডিয়াকে আটকানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লিখলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এই ভাবে পুলিশ, আদালত দিয়ে কতদিন আটকানো যাবে, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল বলে কটাক্ষ

তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল বলে কটাক্ষ

দিলীপ ঘোষ তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীরা যে ভাষা বোঝেন, তাই তিনি বলছেন। তিনি আরও বলেন, যে দলের রাজ্যসভার সাংসদ সিমির সদস্য, যে দলের কলেজের নেতা জেএমবির সদস্য, যে দলের অফিস বম্ব তৈরির কারখানা, প্রত্যেক জেলায় বম্ব আর অস্ত্র তৈরি কারখানা। বাংলাদেশ থেকে পালিয়ে আসা জঙ্গিরা এই রাজ্যে আশ্রয় নেয় বলেও অভিযোগ করেছেন তিনি। আর যিনি কলকাতাতে মিনি পাকিস্তান খুঁজে পান, তিনি যদি বিজেপিকে উগ্রপন্থী দল বলেন, তাহলে ঘোড়াতেও হাসবে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

হিসেব হবে ২০২১-এ

হিসেব হবে ২০২১-এ

দিলীপ ঘোষ বলেছেন, সব হিসেব হবে ২০২১-এ। রাজনৈতিক দলকে ভোটেই মারতে হবে। পুরো হিসেব বুঝিয়ে দেওয়া হবে। তিনি সরকারি অফিসার হোন, কিংবা তৃণমূল নেতা, যাঁকে যে ফুল দিয়ে পুজো করার, তাঁকে তা দেওয়া হবে। যিনি ধুতরো ফুলে সন্তুষ্ট, তাঁকে ধুতরো ফুল, যিনি জবা ফুলে সন্তুষ্ট তাঁকে জবা ফুল দেওয়া হবে।

English summary
Dilip Ghosh criticises TMC for their attitude towards BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X