লক্ষ্য লোকসভা! ব্রিগেডের আগেই বাম বিধায়ক যোগে শক্তি বাড়াল তৃণমূল
ব্রিগেডের আগেই রাজ্যে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এদিন তৃণমূলের যোগ দিলেন জলঙ্গির সিপিএম বিধায়ক আব্দুল রজ্জাক তৃণমূলে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে সাড়া দিয়েই তৃণমূলে যোগ বলে জানিয়েছেন সিপিএম ত্যাগী ওই বিধায়ক।

জলঙ্গির কলেজ মাঠে মিনি ব্রিগেড
বৃহস্পতিবার জলঙ্গির কলেজ মাঠ ছিল যেন মিনি ব্রিগেড। ব্রিগেডের সভার জন্যই সেখানে সভার আয়োজন। তৃণমূলের আদর্শ মেনে দলের পতাকা হাতে তুলে নেন জলঙ্গির সিপিএম বিধায়ক আব্দুল রজ্জাক।
বিধায়কের হাতে পতাকা তুলে দেন মুর্শিদাবাদ তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

নবগ্রামের সিপিএম বিধায়ক আগেই দল ছেড়েছেন
গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের নবগ্রামের সিপিএম বিধায়ক কানাই মণ্ডল। ২০১১ সাল থেকে নবগ্রামের বিধায়ক কৃষকসভার নেতা। মানুষের দাবি পূরণ আর উন্নয়নের জন্যই এই দলবদল বলে জানিয়েছিলেন তিনি।

শুভেন্দুর চ্যালেঞ্জ
একসময়ের অধীর গড় মুর্শিদাবাদে ঘাসফুলের আধিপত্য কায়েম করতে তৃণমূল নেত্রী দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। সেই থেকে প্রথমে পুরসভা, জেলাপরিষদ দখলে আনার পর এবার জনপ্রতিনিধিদের তৃণমূলে সামিল করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। জেলার একঝাঁক কংগ্রেস বিধায়ককে দলের টানার
পর বাম বিধায়কদের দিকেও হাত বাড়িয়েছে তৃণমূল।

অধীরের 'ফাঁকা' আওয়াজ
এর আগে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। বলেছিলেন, মুর্শিদাবাদের যে কোনও লোকসভা আসন থেকে মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করুন তাঁর বিরুদ্ধে। জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অধীর চৌধুরীর আওয়াজ যে ফাঁকা তা বোঝাতেই মুর্শিদাবাদে বারবার সভা শুভেন্দু অধিকারীর। একইসঙ্গে জনপ্রতিনিধিরা যে তৃণমূলমুখী তাও প্রমাণ করে দিচ্ছেন তিনি।