For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ঘরে ফেরাও’ স্লোগানেই অভিবাসী শ্রমিকদের পাশে বামেরা,সোশ্যাল মিডিয়ায় ফর্ম পূরণের ডাক

‘ঘরে ফেরাও’ স্লোগানেই অভিবাসী শ্রমিকদের পাশে বামেরা,সোশ্যাল মিডিয়ায় ফর্ম পূরণের ডাক

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ প্রতিহত করতে ইতিমধ্যেই তিন দফার লকডাউন চলছে গোটা দেশে। যার জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিকেরা। এবার সেই সমস্ত অভিবাসী শ্রমিকদেক পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সিপিআইএমকে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল।

‘ঘরে ফেরাও’ স্লোগানেই অভিবাসী শ্রমিকদের পাশে দাঁড়ানোর ডাক

‘ঘরে ফেরাও’ স্লোগানেই অভিবাসী শ্রমিকদের পাশে দাঁড়ানোর ডাক

ইতিমধ্যেই ‘ঘরে ফেরাও' স্লোগানে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা গেল বামেদের। আটকে পড়া শ্রমিকদের বর্তমান অবস্থান জানতে, ত্রাণ পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় ডাকও দেওয়া হয়েছে অনলাইন ফর্মপূরণের। পাশাপাশি নির্দিষ্ট সাস্থ্যবিধি মেনে উপযুক্ত নিরাপত্তার মধ্য দিয়ে অভিবাসী শ্রমিদেক নিজ নিজ বাড়িতে ফিরিয়ে আনার দাবিও তোলা হয়।

সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার

সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার

সোশ্যাল মিডিয়ায় ওই ফর্মটির লিঙ্ক শেয়ার করে বঙ্গ সিপিআইএম আরও দাবি জানিয়েছে, "ফর্মটি বিভিন্ন রাজ্যে আটকে থাকা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দিন। লিঙ্কে নথিভুক্ত নাম নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাবো। আমাদের পরিজন কে আমাদেরই দায়িত্ব নিয়ে রাজ্যে ফেরাতেই হবে।"

ত্রাণ পৌঁছে দিচ্ছে একাধিক গণসংগঠন

ত্রাণ পৌঁছে দিচ্ছে একাধিক গণসংগঠন

প্রয়োজনে বিশেষ ট্রেনের মাধ্যমে ভাড়া মুকুম করে তাদের ঘরে ফেরানোর দাবিও তুলতে দেখা যায় সিপিআইএমকে। এদিকে অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরাতে সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক গণসংগঠন ও নাগরিক মঞ্চের তরফ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ‘সমন্বয়' বলে একটি গোষ্ঠীর উদ্যোগে অনলাইনে বই বিক্রির মাধ্যমে পরিযায়ী শ্রমিদের জন্য ত্রাণের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি অপর একটি বাম সংগঠন মজদুর ক্রান্তি পরিষদের পক্ষ থেকেও অভিবাসী শ্রমিকদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চলছে। ‘মাইগ্রেন্ট ওয়ার্কার সলিডারিটি নেটওয়ার্ক' নামে একটি ফেসবুক পেজও খোলা হয়েছে। দেওয়া হচ্ছে ফর্মও।

English summary
Leftists next to migrant workers with the slogan Ghore Ferao, Call to fill out the form on social media,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X