For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Corona Update: পরপর মৃত্যু শূন্য! ২৪ ঘন্টায় সংক্রমণ কমে সুস্থতার পথে বাংলা

ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। একাধিক রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নীচের দিকে। একই ছবি বাংলাতেও। গত কয়েকদিনে হু হু করে সংক্রমণ কমেছে। গত কয়েকদিন আগে ১০০ এর নীচে নেমে যায় সংক্রমণের হার।

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। একাধিক রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নীচের দিকে। একই ছবি বাংলাতেও। গত কয়েকদিনে হু হু করে সংক্রমণ কমেছে। গত কয়েকদিন আগে ১০০ এর নীচে নেমে যায় সংক্রমণের হার। যদিও আজ বৃহস্পতিবার সংক্রমণ ১০০ এর উপরে থাকলেও গত ৪৮ ঘন্টায় সংক্রমণের নিরিখে অনেকটাই কম।

২৪ ঘন্টায় সংক্রমণ কমে সুস্থতার পথে বাংলা

যা অবশ্যও স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। তবে একাংশের মতে, করোনা সংক্রমণ কমে গেলেও একেবারে চলে যায়নি। সাবধান থাকাটা খুবই জরুরি।

বৃহস্পতিবার রাজ্যে করোনা সংক্রমণ মাত্র ১৩৯

স্বাস্থ্যভবনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাজ্যে করোনা সংক্রমণ মাত্র ১৩৯। যা বুধবারের তুলনায় অনেকটাই কম। বুধবার বাংলার করোনা আক্রান্ত ছিল ১৫৩ জন। সেখান থেকে আজ অনেকটাই কম সংক্রমণ। আজ প্রায় ২৫ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে বাংলাতে। আর তাতেই এই ফলাফল সামনে এসেছে।

তবে সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা। আর এরপরেই র‍য়েছে নর্থ ২৪ পরগণা। এই দুই জেলায় যথাক্রমে সংক্রমণের হার ২৫ এবং ২০।

করোনা আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি

তবে তাৎপর্যভাবে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি। বুধবারও কার্যত ছবিটা একই ছিল। মৃত্যুশূন্য ছিল বাংলা। স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী আজও কোনও জেলাতেও মৃত্যু হয়নি কারোর করোনায় আক্রান্ত হয়ে। যা অবশ্যই স্বস্তিদায়ক বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তবে গত ৪৮ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু না হলেও বাংলায় মোট মৃতের সংখ্যা হল 21,178 জন। অন্যদিকে রাজ্যে মোট করোনা আক্রান্ত হল- 20,15,545 জন।

বৃহস্পতিবার বাংলায় পজিটিভিটি রেট 0.54%

রাজ্যে করোনা সংক্রমণ কমতেই পজিটিভিটি রেটও তলার দিকে। আজ বৃহস্পতিবার বাংলায় পজিটিভিটি রেট 0.54%। শুধু সংক্রমণই নয়, রাজ্যে করোনায় সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে। বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বাংলায় ডিসচার্জ রেট 98.86%। আজও প্রায় শতাধিকেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন বাংলা। আর তা নিয়ে রাজ্যে মোট করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা হল- 19,92,591।

মানুষকে সাবধান থাকার বার্তা কেন্দ্রের।

উল্লেখ্য, ভারতে করোনা (Coronavirus) সংক্রমণ দ্রুতগতিতে কমলেও, বহু দেশেই (country) তা বাড়ছে। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। তিনি আরও জানিয়েছেম, গত ২৫ দিন আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষের কমে রয়েছে।

তবে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে প্রায় ১৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। বিভিন্ন দেশে বহু সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে কোনও কোনও দেশে সংক্রমণের গতি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে মানুষকে সাবধান থাকার বার্তা কেন্দ্রের।

English summary
Covid cases lower than yesterday in West Bengal, according to Covid Bulletin, death 0 for last two days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X