For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণে জেলাগুলির পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, পুরুলিয়া আক্রান্তের সংখ্যা নামল একক সংখ্যায়

বাংলায় করোনা সংক্রমণে জেলাগুলির পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, পুরুলিয়া আক্রান্তের সংখ্যা নামল একক সংখ্যায়

  • |
Google Oneindia Bengali News

লকডাউন না হলেও সরকারি নজরদারিতে আত্মনিয়ন্ত্রণ চলছে জেলাগুলিতে। যার জেরে করোনা আক্রান্তের পরিসংখ্যান এদিনও জেলাগুলিতে অনেকটাই কমেছে। শনিবারের থেকে আক্রান্তের সংখ্যা কমেছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি আক্রান্তের জেলা বলে পরিচিত উত্তর ২৪ পরগনাতেও। বাকি জেলাগুলিতেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে দুহাজারের কিছু ওপরে। এদিন বাংলায় ২১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৫। উত্তর ২৪ পরগনায় ৩৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় কলকাতার মতোই ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৮৩৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৩৮৪।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৬,৪২৮। শুধু এদিনই কলকাতায় ১৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২,৯৯,৫৫২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৩৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৩, ৯৫৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৩৮৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ০৬, ৩৪৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩২২০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৫৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

আক্রান্তের নিরিখে এদিন তিন নম্বরে হুগলি। দক্ষিণ ২৪ পরগনায় ১৫৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩৪১০ জন। হাওড়ায় আক্রান্ত ৯২, ০০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩২ জন। হুগলিতে ১৬৪ জন বেড়ে আক্রান্ত ৭৮৯৩৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৭ (৩৯), কোচবিহারে ৮৭ (৮৪) , দার্জিলিং ১৮১ (২৩৬), কালিম্পং ২৪ (৪১) , জলপাইগুড়ি ১০৯ (২০২), উত্তর দিনাজপুরে ২৬ (৩৭), দক্ষিণ দিনাজপুরে ২৩ ( ২৭), মালদহ ১৬ (১০), মুর্শিদাবাদ ১৫ (১৩), নদিয়া ১১৮ (১২০), বীরভূম ১৫ (১১), পুরুলিয়া ৬ (১৩), বাঁকুড়ায় ৭১ (৭৮), ঝাড়গ্রাম ৪৬ (৩২), পশ্চিম মেদিনীপুর ১২৮ (১৩৮), পূর্ব মেদিনীপুর ২২৫ (২৪৯), পূর্ব বর্ধমান ৫৮ (৪৬), পশ্চিম বর্ধমান ৫১ (৫০), হাওড়া ১৩২ (১৬৩), হুগলিতে ১৬৪ (১৪৩), উত্তর ২৪ পরগনায় ৩৩২ (৩৬৪), দক্ষিণ ২৪ পরগনায় ১৫৫ ( ১৭৩) জন আক্রান্ত হয়েছেন।

English summary
Coronavirus infection in West Bengal districts decreasing on 20 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X