For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ খানিক বেড়ে ৮০০, সক্রিয়ের সংখ্যা নামল ৯ হাজারে

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ খানিক বেড়ে ৮০০, সক্রিয়ের সংখ্যা নামল ৯ হাজারে

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরু থেকেই করোনার গ্রাফ একটু নিম্মমুখী হয়েছে। সোমবার দৈনিক করোনা আক্রান্ত এক ধাক্কায় ৬০০-রও নিচে নেমে এসেছিল। মঙ্গলবার টেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে ঈষৎ বেড়েছে দৈনিক সংক্রমণ। এদিন দৈনিক করোনা সংক্রমণ ৮০০-র সামান্য উপরে। করোনাজয়ীর সংখ্যা বেশি হওয়ায় সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে ৯ হাজারে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮১২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭২ জন। এদিন ৮১২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৬ হাজার ৩৮৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৪১। এদিন মৃত্যু হয়েছে ২৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৬ হাজার ৩৮৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ২৯৩ জন। এদিন ৩৭৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১৬৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৩৭ হাজার ২৫০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৫৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭২ লক্ষ ৬৬ হাজার ৩৮ জনের। ৯৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮০৭৩৪। এদিন টেস্টিং হয়েছে ৩০৭১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৬৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৪৩৬১। এদিন ১৯২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৭৮৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন বেড়ে হয়েছে ৩৬২৩৮। হাওড়ায় আক্রান্ত ৩৪৮২৬। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ২৮৭৩৩ জন।

প্রাক্তন 'সেনাপতি’ শুভেন্দুর চ্যালেঞ্জ নিলেন স্বয়ং মমতা, এবার বোঝাবেন নন্দীগ্রাম কারপ্রাক্তন 'সেনাপতি’ শুভেন্দুর চ্যালেঞ্জ নিলেন স্বয়ং মমতা, এবার বোঝাবেন নন্দীগ্রাম কার

English summary
Coronavirus daily infection least increased after testing increase in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X