For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে ২২০০ করে, তাল মিলিয়ে বাড়ছে সুস্থতার হারও

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নয় নয় করে ছাডিয়ে গিয়েছে ৫০ হাজার। প্রতিদিনই বাড়ছে ২২০০-র বেশি করে। তবে শুক্রবার আক্রান্তের সংখ্য গত দিনদিনের তুলনায় খানিক কম।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নয় নয় করে ছাডিয়ে গিয়েছে ৫০ হাজার। প্রতিদিনই বাড়ছে ২২০০-র বেশি করে। তবে শুক্রবার আক্রান্তের সংখ্য গত দিনদিনের তুলনায় খানিক কম। তবে করোনা এদিনও কেড়ে নিয়েছে ৩৫ জনকে। এর মধ্যে থানিক স্বস্তি মিলেছে করোনায় সুস্থতার হারে। উদ্বেগ বাড়ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ পাঁচ জেলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫১ হাজার ৭৫৭ জন। এদিন ২২১৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৩ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৯০। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫৩ হাজার ৯৭৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৯১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮৭৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৩৩ হাজার ৫২৯ জন। সুস্থতার রেট হয়েছে ৬২.১২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৫১২ জনের। ৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৫৯৫। এদিন টেস্টিং হয়েছে ১৫৪৮৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৯৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৬৮২৬। এদিন ৬৯৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৩৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৬২৫৬ । এদিন আক্রান্ত হয়েছেন ১৮৯ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৪৩ জন বেড়ে হয়েছে ৪১১৮। হুগলিতে ৭৪ জন বেড়ে আক্রান্ত ২৬০০ জন। মালদহে ৫২ জন বেড়ে আক্রান্ত ১৯৯৩। দার্জিলিংয়ে ৮৯ জন বেড়ে আক্রান্ত ১৬২১ জন। আর পূর্ব মেদিনীপুরে ৭৪ জন বেড়ে ১১৬৮ জন আক্রান্ত। পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ৬৩ জন বেড়ে ৯১২।

English summary
Coronavirus affected is respectively increased over 2200 during few days in West Bengal. Discharge rate also increased and death toll is respectively increased about 35.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X