For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণে মৃত ৬১! লাফিয়ে বাড়ল আক্রান্ত, পরিসংখ্যান একনজরে

বাংলায় করোনা সংক্রমণে মৃত ৬১! লাফিয়ে বাড়ল আক্রান্ত, পরিসংখ্যান একনজরে

Google Oneindia Bengali News

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণে মৃতের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে গেল। একইসঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়ল অনেকটাই। ৪৮ ঘণ্টা বাদে রাজ্যের পক্ষে করোনা বুলেটিনে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে জানিয়ে দেয় মোট আক্রান্তের সংখ্যা। এতদিন মোট আক্রান্তের সংখ্যা বলা হচ্ছিল না রাজ্যের তরফে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৬১ জন। দুদিন পর বুলেটিনে নবান্ন জানাল, ৪৮ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে। ১৩ জনের মৃত্যু হয়েছে বিগত ৪৮ ঘণ্টায়। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। গত ৪৮ ঘণ্টায় আক্রান্ত ৬১। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫৯।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

সোমবার নবান্নে মুখ্যসচিব স্পষ্ট করেছেন, মোট আক্রান্তের মধ্যে অর্থাৎ ১২৫৯ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৯০৮ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২১৮ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১ জনের। বাকি ৭২ জনের মৃত্যর কো-মর্বিলিটির কারণে।

১০ লক্ষের নিরিখে আক্রান্ত ও মৃত্যু

১০ লক্ষের নিরিখে আক্রান্ত ও মৃত্যু

মুখ্যসচিব আরও জানান, করোনা সংক্রমণ নিয়ে রাজ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। পর্যাপ্ত টেস্টিংও হচ্ছে। এখন পর্যন্ত বিশ্লেষণ করে দেখা হয়েছে, রাজ্যে ১০ লক্ষ মানুষের মধ্যে আক্রান্তের হার ১৩। আর ১০ লক্ষের মধ্যে মৃতের হার ১৩। আক্রান্তের নিরিখে করোনা সংক্রমণ মুক্ত হচ্ছেন ১৭ শতাংশ মানুষ।

পরিসংখ্যান নিয়ে মুখ্যসচিবের বার্তা

পরিসংখ্যান নিয়ে মুখ্যসচিবের বার্তা

মুখ্যসচিব জানিয়েছেন, রিপোর্টিংয়ের পদ্ধতিতে একটু সমস্যা হচ্ছিল। সমস্ত হাসপাতাল থেকে সঠিকভাবে পরিসংখ্যান আসছিল না। তাই মোট সংখ্যা জানানো সমস্যা হয়ে যাচ্ছিল। আমরা সেই সমস্যা মিটিয়ে নিয়েছি। আর মোট সংখ্যা না দেওয়ায় একটা বিভ্রান্তিও তৈরি হচ্ছিল। সেই বিভ্রান্তি দূর করে রাজ্যের পরিসংখ্যান দেওয়া হল।

English summary
Coronavirus affected and death toll in West Bengal has increased on May 4. More 41 are affected and two more are died in corona virus infection today,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X