For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় সক্রিয়ের সংখ্যা কমে তিন হাজারের নিচে, উত্তর ২৪ পরগনার পর স্বস্তি কলকাতাতেও

কলকাতা ও উত্তর ২৪ পরগনাসহ প্রত্যেক জেলাতেই কমছে করোনা সংক্রমণের গ্রাফ। এর মধ্যে কলকাতাকে আরও স্বস্তি দিল করোনা সক্রিয়ের সংখ্যা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনাসহ প্রত্যেক জেলাতেই কমছে করোনা সংক্রমণের গ্রাফ। এর মধ্যে কলকাতাকে আরও স্বস্তি দিল করোনা সক্রিয়ের সংখ্যা। মঙ্গলবারের করোনা বুলেটিনে করোনা সক্রিয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন হাজারের নিচে। কলকাতায় দৈনিক সংক্রমণ কমে ৩০০-র নিচে থাকলেও, অল্প বেশি উত্তর ২৪ পরগনায়।

করোনায় সক্রিয়ের সংখ্যা কমে তিন হাজারের নিচে কলকাতাতেও

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৪৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৭০। উত্তর ২৪ পরগনায় ৩১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ একটু কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৯৩৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৩১৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২২৭০৭। শুধু এদিনই কলকাতায় ২৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৯৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৬৮৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯০৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৬১১৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩১৫ জন। মৃত্যু হয়েছে মোট ২৩১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১১৬৭০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৩০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৫৯০৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪৪৮৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। হুগলিতে ৬২ জন বেড়ে আক্রান্ত ২৮৩৭৭ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৩১, কোচবিহারে ১১৬৫৩, দার্জিলিংয়ে ১৭৭৪০, কালিম্পংয়ে ২১৫৭, জলপাইগুড়িতে ১৪৩১৪, উত্তর দিনাজপুরে ৬৪৩০, দক্ষিণ দিনাজপুরে ৮০৭৩, মালদহে ১২৪৫০, মুর্শিদাবাদে ১১৯০২, নদিয়ায় ২১৫৭০, বীরভূমে ৯৫৫৪, পুরুলিয়ায় ৬৯১৬, বাঁকুড়ায় ১১৩৩৯, ঝাড়গ্রামে ২৯৫৮, পশ্চিম মেদিনীপুরে ১৯৭৮৯, পূর্ব মেদিনীপুরে ২০০২৭, পূর্ব বর্ধমানে ১২১৯৯, পশ্চিম বর্ধমানে ১৫৩৫৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus active case decreased below three thousands in Kolkata and North 24 Pargana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X