For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেহ ভেসে আসার আশঙ্কায় মালদহের গঙ্গায় চলছে নাকা তল্লাশি, নদী সংলগ্ন থানাগুলিকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের

একের পর এক গঙ্গা থেকে ভেসে উঠছে মৃতদেহ! কখনও উত্তরপ্রদেশ তো কখনও বিহারের গঙ্গাতে এভাবে একের পর এক মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

একের পর এক গঙ্গা থেকে ভেসে উঠছে মৃতদেহ! কখনও উত্তরপ্রদেশ তো কখনও বিহারের গঙ্গাতে এভাবে একের পর এক মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক অনুমান, দেহ সৎকার করার মতো আর্থিক ক্ষমতা না থাকার অনেকেই দেহ নদীতে ভাসিয়ে দিচ্ছেন। আর সেগুলি ভেসে এসে একের পর এক জায়গা থেকে উঠছে। আর এতে সংক্রমণ আরও ভয়ঙ্কর ছড়িয়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের।

গঙ্গা সংলগ্ন সমস্ত জেলাকে সতর্ক থাকার নির্দেশ

গঙ্গা সংলগ্ন সমস্ত জেলাকে সতর্ক থাকার নির্দেশ

যেভাবে গঙ্গা দিয়ে ভেসে আসছে তাতে আতঙ্ক ছড়িয়েছে বাংলাতেও। বিহারে করোনায় মৃতদের 'লাশ' গঙ্গায় ভেসে মালদহে ঢুকতে পারে। আগেই মালদহ প্রশাসনকে সতর্ক করেছিল নবান্ন। সেই মতো নজরদারি বাড়ানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে নাকা চেকিং শুরু করা হল। মালদহের মানিকচক ও পঞ্চানন্দপুর গঙ্গার ঘাটে চলছে কড়া নজরদারি। তৈরি করা হল অ্যাকশন প্ল্যানও। রাজ্য সরকারে পক্ষ থেকে মালদহ জেলাকে এই মর্মে একটি নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদাই রাজ্যে গঙ্গার এন্ট্রি পয়েন্ট। অন্যান্য যেসব জেলার উপর দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে সেই সব জেলাকেও সতর্ক করা হয়েছে।

১০-১২টি নৌকার মাধ্যমে নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে

১০-১২টি নৌকার মাধ্যমে নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে

রাজ্য প্রশাসনের পরিকল্পনা গঙ্গায় কোনও মৃতদেহ ঝাড়খণ্ড থেকে ভেসে আসছে কিনা তা খুঁজে বের করতে। ডিএম, এসপি, সিএমওএইচকে একটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। নৌকো, জাল ও বাঁশ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। গঙ্গা দিয়ে রাজ্যে ওই সব শবদেহ ঢোকার প্রথম পয়েন্ট হল মালদার মানিকচক ঘাট। ওই এলাকায় গঙ্গা প্রায় ১ কিলোমিটার চওড়া। ফলে কড়া নজর রাখতে হবে। সেই মতো গঙ্গায় টহলদারি শুরু হয়েছে। পুলিশ, স্বাস্থ্য দফতর সহ প্রশাসনের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন গঙ্গাতে। মূলত মানিকচক, কালিয়াচক ২ ও ৩ নম্বর ব্লক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই এলাকার নদী তীরবর্তী স্থানগুলিতে ১০-১২টি নৌকার মাধ্যমে নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে। নদীতে যাঁরা মাছ ধরতে যান ও নৌকা পারাপার করান, তাদেরকে জানানো হয়েছে গঙ্গায় যদি কোন মৃতদেহ দেখতে পাওয়া যায় তৎক্ষণাৎ যেন সংশ্লিষ্ট থানা বা ব্লক দফতরে খবর দেওয়া হয়।

অব্যাহত আতঙ্ক

অব্যাহত আতঙ্ক

উত্তরপ্রদেশের গাজিপুর, বিহারের বক্সারের পর এবার ফের যোগী রাজ্যের উন্নাওতে গঙ্গার তীরে ভেসে আসতে দেখা যাচ্ছে পর পর মৃতদেহ। এই নারকীয় ঘটনার সাক্ষী হতেই উত্তরপ্রদেশের বুকসার গ্রামে রীতিমতো আতঙ্ক ছড়াতে থাকে। এমন পরিস্থিতিতে গঙ্গার জলের শুদ্ধতা নিয়ে চিন্তায় এলাকাবাসী। এই জল ব্যবহার করা কতটা উচিত, তা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন।

কোথা থেকে এবং কেন আসছে এই লাশ?

কোথা থেকে এবং কেন আসছে এই লাশ?

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বুকে উন্নাওয়ের বুসকার গ্রামে যে মৃতদেহ উঠে আসছে তার বহু অংশই পচা গলা। বহু জায়গায় দেখা যাচ্ছে মৃতদেহ কার্যত নষ্ট হয়ে গিয়েছে। এই থেকে ধারণা যে, সম্ভবত দেহগুলি আশপাশের কোনও জায়গায় সৎকার করা হয়েছে। অথবা গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে।

কুকুর ছিঁড়ে খাচ্ছে দেহ!

কুকুর ছিঁড়ে খাচ্ছে দেহ!

উন্নাওয়ের সাম্প্রতিক ঘটনায় কার্যত করুণ ছবি উঠে আসছে উত্তরপ্রদেশের বুক থেকে। দেখা যাচ্ছে সেখানে কুকুর ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে এই মৃতদেহগুলি। এই অবস্থায় প্রশাসন তৎপরতা নিয়ে সেই দেহ সৎকার করছে।

English summary
corona patients body can be seen floating in the ganges at any time malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X