For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় সিএএ বিক্ষোভ: বিতর্কিত পিএফআই এবার পাশে চাইছে মমতার দলকে! নয়া বিতর্ক রাজ্যে

অসমে গ্রেফতার হয়েছেন পিএফআইয়ের প্রধান আমিনুল হক। উত্তরপ্রদেশে যোগী সরকার পিএফআই-কে নিষিদ্ধ করার ডাক দিয়েছে। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও পাঠিয়েছে যোগী প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

অসমে গ্রেফতার হয়েছেন পিএফআইয়ের প্রধান আমিনুল হক। উত্তরপ্রদেশে যোগী সরকার পিএফআই-কে নিষিদ্ধ করার ডাক দিয়েছে। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও পাঠিয়েছে যোগী প্রশাসন। এমন এক পরিস্থিতিতে বাংলায় নয়া বিতর্ক তৈরি হল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই সংগঠনকে ঘিরে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার মোদী সরকারের বিরোধিতায় তারা পাশে পেতে চাইছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃণমূলকে।

পিএফআই-এর বাংলা ইউনিট কী বলছে?

পিএফআই-এর বাংলা ইউনিট কী বলছে?

পিএফআই আগামী ৫ জানুয়ারি মুর্শিদাবাদে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নামতে চলেছে। এই সভা ঘিরে তারা চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল তথা মোদীর প্রধান বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেন তাঁদের পাশে থাকে। আর সেই লক্ষ্যে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানকে।

পোস্টার ঘিরে বিতর্ক

পিএফআইয়ের মুর্শিদাবাদ শাখার তরফে এই সভা ঘিরে একটি পোস্টার ভাইরাল হয়েছে। যেখানে সভাস্থল বরহমপুর লেখার পাশাপাশি, সেখানে উল্লেখ করা থাকে যে , সভায় আমন্ত্রিতের তালিকায় থাকছেন তৃণমূলের সাংসদ। যা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তৃণমূল সাংসদ যে সেখানে উপস্থিত হবেন, তা জানিয়েও দিয়েছেন পিএফাইয়ের মুর্শিদাবাদ শাখার প্রধান।

তৃণমূলের সাংসদ কী জানিয়েছেন?

তৃণমূলের সাংসদ কী জানিয়েছেন?

এদিকে, তৃণমূলের সাংসদ তাহের খান জানিয়ে দিয়েছেন, তিনি এই সভায় যাচ্ছেন না। এমনকি গোটা বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি। তাহের খান জানান, 'প্রশাসন এমন সভার অনুমতি দেয়নি।'

 বিতর্ক ও পিএফআই

বিতর্ক ও পিএফআই

নাগরিকত্ব ইস্যুতে গোটা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তোলপাড় হয়েছে । সেরাজ্যের একাধিক জায়গা মুহূর্তে অগ্নিগর্ভ হয় । যোগী সরকারের দাবি এই ঘটনায় জড়িত রয়েছে পিএফআই। যোগী সরকার দাবি করেছে নিষিদ্ধ ইসলামিক সংঠন সিমি-র সঙ্গে যুক্ত রয়েছে পিএফআই। এই মর্মে একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠায় যোগী সরকার। ইতিমধ্যেই, সংগঠনের একাধিক জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ।

সিএএ-র বিরোধিতা করায় কংগ্রেসকে আক্রমণ মোদীরসিএএ-র বিরোধিতা করায় কংগ্রেসকে আক্রমণ মোদীর

English summary
Controversial PFI calls for anti-CAA protest in West Bengal, invites TMC MP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X