For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর গড়ে জোয়ার কংগ্রেসে, পরিযায়ী-বিবাদে ভাঙন শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসে

অধীর গড়ে জোয়ার কংগ্রেসে, পরিযায়ী-বিবাদে ভাঙন শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসে

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অধীর চৌধুরীর ভূমিকায় ফের কংগ্রেসের শক্তিবৃদ্ধি হল মুর্শিদাবাদে। অধীর চৌধুরীর গড় ফের কংগ্রেসের শক্তিবৃদ্ধি হতে চলেছে। কংগ্রেসে জোয়ার আসতে চলেছে মুর্শিদাবাদে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কালবিলম্ব করার মাশুল দিয়ে মুর্শিদাবাদ তৃণমূলে বড়সড় ভাঙন লেগে গেল এবার।

মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন

মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন

অধীর চৌধুরীর চেষ্টায় ভিনরাজ্য থেকে ঘরে ফিরে কংগ্রেসের পতাকা তুলে নিতে দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদের। মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো পরিবারের সদস্য-সদস্যারা। অধীর চৌধুরী এই ব্যাপারে জানান, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভাঙন শুরু হয়ে গিয়েছে।

বর্ধমানেও বিরাট ভাঙন ধরে তৃণমূলে

বর্ধমানেও বিরাট ভাঙন ধরে তৃণমূলে

এর আগে বর্ধমানে ভাতারের বামশোল গ্রামে সম্প্রতি বিরাট ভাঙন দেখা দেয় তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন ৬০০ পরিবারের প্রায় আড়াই হাজার সদস্য। এঁদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক পরিবার। তৃণমূল ও বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাঁরা দল ছাড়েন।

তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকা তলায়

তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকা তলায়

বর্ধমানের পর বড়ঞাতেও পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যরা কংগ্রেস সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর কাজে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের ছত্রছায়ায় আসেন। তৃণমূলের পতাকা ছেড়ে তাঁরা তুলে নেন জাতীয় কংগ্রেসের পতাকা। তাঁদের কথায়, ভিনরাজ্যে তাঁরা যখন বিপদে ছিলেন, একমাত্র অধীর চৌধুরী তাঁদের পাশে দাঁড়িয়েছেন।

অধীরে অনুপ্রাণিত হয়ে পরিযায়ীরা কংগ্রেসে

অধীরে অনুপ্রাণিত হয়ে পরিযায়ীরা কংগ্রেসে

পরিযায়ী শ্রমিকদের কথায়, তাঁরা ভিনরাজ্যে আটকে থাকার সময় বহুবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেও কোনও সাড়া পাননি। তৃণমূলের তরফে কোনও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি তাঁদের দিকে। সেই অবস্থায় অযাচিতভাবে অধীর চৌধুরীর উদ্যোগী হয়ে তাঁদের পাশে দাঁড়ান। তাই তাঁরা দলবদল করে কংগ্রেসে যোগ দিলেন।

জেলাজুড়ে তণমূলে ভাঙনের প্রবল গতি

জেলাজুড়ে তণমূলে ভাঙনের প্রবল গতি

অধীর চৌধুরী বলেন, বর্ধমানের ভাতারে কংগ্রেসে যোগদান করেছেন কর্মীরা। মুর্শিদাবাদের বড়ঞাতেও তৃণমূলে ভাঙন ধরেছে। গোটা জেলাজুড়ে তণমূলে ভাঙনের প্রবল গতি। তৃণমূল এখন পুলিশ দিয়ে ভাঙ ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু এই সংক্রমণ থেকে তৃণমূলকে রক্ষা করার মতো কোনও ভ্যাক্সিন এখনও আবিষ্কার হয়নি। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী।

যোগদান কিন্তু ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল

যোগদান কিন্তু ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল

শুধু তৃণমূলকেই নয়, বিজেপিকেও একহাত নেন অধীর চৌধুরী। তিনি বলেন, আমরা ভার্চুয়ালে নয়, অ্যাকচুয়ালে বিশ্বাস করি। এই যোগদান কিন্তু ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল। এই অ্যাকচুয়াল ব়্যালিই কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে তুলবে। রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপির অপশাসনের মুক্তি ঘটাবে।

দলবদলের হিড়িক চলছে! বিজেপিতে ভাঙন ধরিয়ে কোচবিহারে শক্তিবৃদ্ধি তৃণমূলেরদলবদলের হিড়িক চলছে! বিজেপিতে ভাঙন ধরিয়ে কোচবিহারে শক্তিবৃদ্ধি তৃণমূলের

English summary
Congress increases breaking TMC in Adhir Chowdhury’s fort Murshidabad. Migrant worker’s families join Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X