অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে ফেসবুকে ঝড়, সরব আমআদমি

আরও পড়ুন: পড়ুয়াদের ন্যায্য প্রতিবাদে গায়ে ফোসকা, 'নেশাখোরদের আন্দোলন' বলল তৃণমূল
আরও পড়ুন: সিপিএম, বিজেপি নয়, তৃণমূলের 'দুশমন' এখন যাদবপুরের পড়ুয়ারা
আরও পড়ুন: তিলকে তাল করা হচ্ছে, যাদবপুরের নাম না করেই বললেন মমতা
আরও পড়ুন: পুলিশ মারেনি, সাফাই কমিশনারের! উনি 'তৃণমূলের ক্যাডার, চাটুকার', পাল্টা বিরোধীদের
আমআদমি যা বলল, তা এই রকম:
হরপ্রসাদ বেরা: তৃণমূল বাংলা থেকে দূর হটো। ভয় পেয়েছো অভিষেকদা? পিসি ভয় পায়নি?
লোকনাথ দত্ত: তৃণমূলের কফিনে শেষ পেরেকটা আমরাই পুঁতবো।
অভিষেক ভৌমিক: মদ গাঁজার তত্ত্ব দিয়ে লোক হাসাবেন না। আর প্রতিবাদী ছাত্ররা ক্ষেপে গেল আপনাদের পিঠে পড়বে মার।
শ্রীরাম আয়েঙ্গার: পাওয়ার উইল বি টেম্পোরারি। আফটার ইওর টার্ম ইওর পার্টি গুন্ডাস উইল বি এনকাউন্টার লাইক স্ট্রিট ডগ (ক্ষমতা সাময়িক। আপনাদের রাজত্ব শেষ হলে আপনাদের গুন্ডাদের রাস্তার কুকুরের মতো গুলি করে মারা হবে)
সোমেন দত্ত: কমিক রিলিফ দেওয়ার জন্য ধন্যবাদ। কী ভাষা! খাসা! খাসা!
পৃথ্বীরাজ মাইতি: আপনি কে দাদা? কোথা থেকে এসেছেন? কী যোগ্যতা আছে আপনার যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে এই কমেন্ট করার? বিরাট অপরাধ করেছি আপনাদের ভোট দিয়ে।
সায়ন পাত্র: আপনার মা বোনের সাথে কেসটা হলে কী করতেন? প্রতিভা আর প্রতিবাদ এভাবে আটকানো যায় না অভিষেকবাবু।
সায়ন্তন মুখার্জি: কত 'মিয়াওবাদী' এখানে। অভিষেকদা, অনুব্রতবাবুকে ডাকুন। কাজে দেবে।
অভীক ঘোষ: দাঁড়িয়ে যা শুধু আর কিছুদিন, এই সব লেকচার বেরিয়ে যাবে। তোদের মতন এ রকম ছোটখাটো **** কত দেখলাম। ****ভেসে যাবি শালা।
সুদীপকুমার তালুকদার: হ্যাঁ রে, কোনও দিন তো যোগ্যতা ছিল না এই ইউনিভার্সিটিতে ঢোকার, আর হবেও না। এইভাবে গায়ের ঝাল মিটিয়ে শান্তি পা।
রূপায়ণ আচার্য: অভিষেক, তুই একটা আস্ত রাম ****। যা যা পিসির পা চাট।
দীপক বাগ: টিএমসি তোমরা এ বার কাঁথা কম্বল গোটাও।
সাগ্নিক হাম্পটি মুখার্জি: তুমি **** দেখেছো ****।
বৃষ্টি রায়চৌধুরী: গাঁজা আর মদের সাপ্লাই তো মিস ব্যানার্জিরও রোজ লাগে! আওয়ার ডিয়ার হাফ/ আনএডুকেটেড সিএম জেইউ-র স্ট্যান্ডার্ড কী বুঝবে!!
সুদীপ মুখার্জি: সারদার প্রসাদ বন্ধ বন্ধ, তাই কি প্রতিবাদের গন্ধ?
অনুপ গোস্বামী: বিদেশি মদের দোকানে ঢালাও দেশি মদের লাইসেন্স দিয়ে.... দেশি মদের দাম কমিয়ে.... মা মাটি মানুষের মোচ্ছবের সরকার নেশা বন্ধের প্রতিবাদে আন্দোলনের গন্ধ পাচ্ছে?
শুভাশিস ভট্টাচার্য: জেইউ ইজ নট ইওর কাপ অফ টি। দিদির বখাটে ভাইপো।