For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমারজেন্সিতে বেশি কাজে ইনসেনটিভ! সরকারিকর্মীদের নয়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার

এমারজেন্সিতে কাজ করতে সরকারি কর্মীদের জন্য ইনসেনটিভের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বসিরহাটে বলেন, এখন এমারজেন্সি।

  • |
Google Oneindia Bengali News

এমারজেন্সিতে কাজ করতে সরকারি কর্মীদের জন্য ইনসেনটিভের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বসিরহাটে বলেন, এখন এমারজেন্সি। একটু বেশি করে কাজ করুন। দরকারে ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা কাজ করুন। দরকারে সরকার ইনসেনটিভ দেবে। এমনই বলেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, ত্রাণ নিয়ে কোনও দলাদলি তিনি বরদাস্ত করবেন না।

দরকারে ইনসেনটিভ

দরকারে ইনসেনটিভ

সোমবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কাকদ্বীপে। বুধবারে গেলেন বসিরহাটে। অনেক জায়গাতেই সরকারি ত্রাণ অপ্রতুল। তবে এতসব কিছুর মধ্যে সরকারিকর্মীদের কাজে উদ্বুদ্ধ করতে চেষ্টা করলেনে মুখ্যমন্ত্রী তিনি এদিন ইনসেনটিভের প্রসঙ্গ তুলেছেন। বলেছেন, সরকারি কর্মীরা আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করলে দরকারে ইনসেনটিভ দেওয়া হবে। কিন্তু আগে দুর্গত মানুষজনরে পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি।

'ত্রাণ বিলিতে দলাদলি নয়'

'ত্রাণ বিলিতে দলাদলি নয়'

মুখ্যমন্ত্রী এদিন আকাশপথে বসিরহাট মহকুমায় পরিদর্শন করেন। পরে তিনি বলেন, দুর্গত মানুষজনের কাছে বেশি করে ত্রিপল পৌঁছে দিন। দরকার হলে আরও দেওয়া হবে। কিন্তু কোনওভাবেই ত্রাণে দলদলি বরদাস্ত করা হবে না। সাফ জানিয়েদেন মুখ্যমন্ত্রী।

পুনর্গঠনে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার নির্দেশ

পুনর্গঠনে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার নির্দেশ

মুখ্যমন্ত্রী এদিন বসিরহাটের প্রশাসনিক বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। কাঁচা বাঁধগুলি দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি।

গ্রামে গ্রামে মোবাইল হেলথ টিম

গ্রামে গ্রামে মোবাইল হেলথ টিম

সোমবারের মতো বুধবারেও মুখ্যমন্ত্রী বলেন, আগে থেকে সতর্ক হওয়ায় প্রায় একলক্ষ সত্তর হাজার মানুষকে সরানো গিয়েছিল। প্রশাসনের এই কাজের প্রশংসা তিনি করেছেন বারবার। সঙ্গে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বেবি ফুড, শুকনো খাবার, ওআরএস বেশি করে বিলি করতে। গ্রামে গ্রামে হেলথ টিম পাঠানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

English summary
CM Mamata Banerjee told she will give insentives if Govt staffs works for 12 hours in emergencies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X