For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে ভোট দিলেও পড়ছে বিজেপিতে! ইভিএমে কারচুপি নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

  • |
Google Oneindia Bengali News

বেলা বাড়তেই চড়ছে উত্তেজনা। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। বিশেষ করে অধিকারী গড় থেকে সামনে আসে একের পর এক ঘটনার খবর। বুথ জ্যাম, ছাপ্পার মত ঘটনা সামনে এসেছে। তবে শনিবার ভোট শুরু হতেই ইভিএমের কারচুপি হচ্ছে বলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দীর্ঘ কয়েক ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। আর ভোট প্রচারে এই বিষয়টিকে সামনে এনে সাধারণ মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইভিএমে কারচুপি করছে বিজেপি

ইভিএমে কারচুপি করছে বিজেপি

এদিন প্রচার মঞ্চ থেকে ইভিএম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ইভিএমে কারচুপি করছে বিজেপি। খড়গপুরে নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, বিজেপি ইভিএমে কারচুপি করেছে। তৃণমূলে কেউ ভোট দিলে, সেই ভোট পড়ছে বিজেপিতে। কাঁথিতে ৩০ জন বহিরাগত অস্ত্র সহ ধরা পড়েছে। তাঁরা উত্তরপ্রদেশ থেকে এসেছিল বলে দাবি মমতার। যদিও পালটা বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। মানুষকে বিভ্রআন্ত করছে বলে অভিযোগ তাঁর।

এক নজরে ঘটনা

এক নজরে ঘটনা

উল্লেখ্য, দক্ষিণ কাঁথির মাজনায় ভোটারদের অভিযোগ, সকাল থেকে যে বোতামই নাকি টিপছেন তা পড়ছে বিজেপিতে নাকি। আর এই ঘটনাকে উত্তাল এলাকা। মাজনার বিভিন্ন বুথে এই অভিযোগ। ভোটদাতাদের একাংশের অভিযোগ, ইভিএমে ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে। ভোটকেন্দ্রের দরজা বন্ধ রাখা হয়েছে। ভোটকেন্দ্রে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে দীর্ঘ কয়েক ঘন্টা ভোটদান বন্ধ থাকে। ইভিএম বদলের দাবিতে চলে ভোটারদের বিক্ষোভ। যদিও শেষমেশ কমিশনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

কি জানান প্রিসাইডিং অফিসার

কি জানান প্রিসাইডিং অফিসার

প্রিসাইডিং অফিসার অবশ্য এই অভিযোগ সঠিক নয় বলেই জানান। ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। সেখানে স্পষ্ট যে যেখানে ভোট দিয়েছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হয়। ভোট কেন্দ্রের ভেতরেই ছিলেন ভোটকর্মী ও রাজনৈতিক দলগুলির এজেন্টরা। জানা যায়, কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে ইভিএম পরীক্ষা করলে তেমন কিছু পাননি।

মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সব জিনিসকে বেঁচে দেয়। আর নিজের নামে স্টেডিয়ামে বানাচ্ছেন। এদিকে বাংলায় ভোট চলছে, কিন্তু উনি বাংলাদেশে গিয়ে বাংলার ভোটের বিষয়ে কথা বলছেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালের লোকসভা ভোটে ফিরদৌস নামে বাংলাদেশের এক অভিনেতা তৃণমূলের মিছিলে যোগ দিয়েছিল। বাংলাদেশ সরকারকে বলে তাঁর ভিসা বাতিল করায় বিজেপি।

দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম

দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম

অন্যদিকে নাম না করে ফের একবার শুভেন্দু, রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, এতদিন দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। বলেন, কয়েকটা দ্দার ছিল দলে। বেরিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এমনকি তাঁরা টাকার জন্যেই বিজেপিতে গিয়েছেন বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাতে টাকা বিলোচ্ছিল। মা-বোনেরা ধরে ফেলেছেন বলে দাবি তাঁর। আর সেই কারণে মা বোনেদের এগিয়ে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 মমতার জন্য কোনও ভূমিকার দরকার নেই, প্রথম দফার ভোটে আগেকার টুইট স্মরণ করালেন প্রশান্ত কিশোর মমতার জন্য কোনও ভূমিকার দরকার নেই, প্রথম দফার ভোটে আগেকার টুইট স্মরণ করালেন প্রশান্ত কিশোর

English summary
cm mamata banerjee target bjp for conducting vote dispute and violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X