For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাগজ হাতে প্রৌঢ় ছুটছেন মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনে, দেখেই দাঁড়িয়ে পড়লেন মমতা

মুখ্যমন্ত্রীর গাড়ি তখন ছুটছে কোচবিহারের উদ্দেশ্যে। হটাই সামনের আসনে বসা মমতা বন্দ্যোপাধ্যায় লুকিংয় গ্লাসে লক্ষ্য করলেন এক প্রৌঢ় ছুটছেন তাঁর গাড়ির পিছনে।

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীর গাড়ি তখন ছুটছে কোচবিহারের উদ্দেশ্যে। হঠাৎ সামনের আসনে বসা মমতা বন্দ্যোপাধ্যায় লুকিং গ্লাসে লক্ষ্য করলেন এক প্রৌঢ় ছুটছেন তাঁর গাড়ির পিছনে। তৎক্ষণাৎ ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়ি দাঁড় করাতে। হাঁফাতে হাঁফাতে বৃদ্ধ বললেন, দিদি, এলাকায় খুব জলকষ্ট। যদি পরিস্রুত পানীয় জলের একটু ব্যবস্থা করেন। আশ্বস্ত করলেন মমতা। তা দেখে তখন ভিড় জমে গিয়েছে রাস্তার দু'ধারে। সবাইকে হাত নেড়ে এরপর হাসিমুখে মমতা চললেন গন্তব্যে।

কাগজ হাতে প্রৌঢ় ছুটছেন মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনে, দেখেই দাঁড়িয়ে পড়লেন মমতা

মুখ্যমন্ত্রী হলেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতাময়ী রূপেই, ফের এদিনের ঘটনা প্রমাণ করল সেই কথা। তাই তো রাস্তার ধারে মহিলাদের দেখলে, তিনি গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করেন, তাঁরা কেমন আছেন, কী তাঁদের অসুবিধা। আবার কাগজ হাতে কোনও কৃষক দাঁড়িয়ে থাকলেও তাঁর কনভয় থেমে যায়। ভিড় দেখলেই মুখ্যমন্ত্রী দেখতে যান, কী জন্য এই গোল!

এই তো সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জটলা দেখে নেমে পড়েছিলেন গাড়ি থেকে। নেমেই তাঁর ভুল ভেঙে যায়, সেদিন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হচ্ছিল। তাই গাড়ি থেকে নেমে সব জেনে আবার তিনি গন্তব্যে যান। আর রাস্তার ধারে কোনও অসহায়কে দেখলে, তিনি তাঁর অসুবিধায় দূর না করে কোথাও যান না।

এদিনও জলপাইগুড়ির পাহাড়পুরের গোশালায় ঘটল এই ধরনের ঘটনা। মুখ্যমন্ত্রী যাবেন এই রাস্তা দিয়েই, তাই অনেকেই দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য। রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন একটি কাগজ হাতে। মুখ্যমন্ত্রীর গাড়ি ঢুকতেই তিনি কাগজ নাড়তে থাকেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য।

মুখ্যমন্ত্রীর দৃষ্টি পৌঁছয়নি তখন, তারপর মুখ্যমন্ত্রীর গাড়ির পিছন ধরে ছুটতে থাকেন। দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। কাগজ হাতে দিয়ে বৃদ্ধ আবেদন করেন, জল সমস্যা দূর করার জন্য। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেন। মুখ্যমন্ত্রীর এই সহানুভূতি দেখে তিনি আপ্লুত। তাঁর বিশ্বাস এবার সমস্যা মিটবেই।

এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে এক বৃদ্ধ মুখ্যমন্ত্রীকে প্রণাম করবেন বলে নাছোড় মনোভাব দেখান। শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিতেই হয়। তিনি মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাল করেন গাড়িতে অবস্থাতেই। আর এবার ঘটল বৃদ্ধের জল সমস্যা মেটামোর লিখিত আবেদন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ঘটনা।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে। তাঁরা নানা কর্মসূচি রয়েছে শুক্রবার পর্যন্ত। এদিন আবার মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে যায় এক সাইকোল আরোহী যুবক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে ঢুকে যাওয়ায় পুলিশ মারধর করে যুবককে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় জনতা।

English summary
CM Mamata Banerjee stops the car to see a old man running with convoy. She assures him to solve water problem at Paharpur of Jalpaiguri,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X