For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্ন থেকেই জোড়া প্রকল্পের শিলান্যাস, কর্মসংস্থানের ঘোষণা! ইচ্ছা থাকলেই উপায় হয়, বললেন মমতা

নবান্ন থেকে জোড়া প্রকল্পের শিলান্যাস, কর্মসংস্থানের ঘোষণা! ইচ্ছা থাকলেই উপায় হয়, বললেন মমতা

  • |
Google Oneindia Bengali News

পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে নবান্ন থেকে জোড়া প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছর দিঘায় যে বিজনেস কনক্লেভ হয়েছিল সেখানে সাক্ষরিত হওয়া এমওইউ-এর বাস্তবায়ন শুরু হয়ে গেল। তিনি আরও বলেন ইচ্ছা থাকলেই যে উপায় হয়, এটাই তার প্রমাণ।

 দুই প্রকল্পের শিলান্যাস

দুই প্রকল্পের শিলান্যাস

মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে চর্মনগরীর ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সাসনেইনেবল ডেভেলপমেন্ট প্রোজেক্ট এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন।

লক্ষ লক্ষ কর্মসংস্থান

লক্ষ লক্ষ কর্মসংস্থান

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছে, বানতলায় চর্মশিল্পে ৫ লক্ষ কর্মসংস্থান হবে। অন্যদিকে জার্মানির সহযোগিতায় পূর্ব মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্পে অনেকের কাজের সুযোগ হবে। অন্যদিকে দিঘার কেবল ল্যান্ডিং প্রকল্পে অনেকের কর্মসংস্থান হবে। সঙ্গে রাজ্যে পর্যটন ব্যবসার কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন, বানতলায় যে চর্মনগরী গড়ে উঠেছে, তা পৃথিবীর সেরা।

দেশে এমএসএমই-তে সেরা রাজ্য

দেশে এমএসএমই-তে সেরা রাজ্য

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এমএসএমইতে রাজ্য আজ দেশকে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলায় ভিশন আছে, মিশন আছে, তাই অ্যাকশন এবং রিঅ্যাকশনও পাওয়া যাচ্ছে।

মুখ্যমন্ত্রীর প্রশংসায় অর্থমন্ত্রী এবং ভিন দেশের প্রতিনিধিরা

মুখ্যমন্ত্রীর প্রশংসায় অর্থমন্ত্রী এবং ভিন দেশের প্রতিনিধিরা

এদিনে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ছিলেন জার্মানি, ইতালি, নেদারল্যান্ডসের প্রতিনিধিরা। রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের শিল্পায়নে এই দুই প্রকল্পের অবস্থানের উল্লেখ করেন। অন্যদিকে বিদেশি প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী প্রশংসা করেন।

তৃণমূল ২০২১-এর টিকিট দেবে জনপ্রিয়তার মূল্যায়নের ভিত্তিতে, ওঁত পেতে আছে বিজেপিতৃণমূল ২০২১-এর টিকিট দেবে জনপ্রিয়তার মূল্যায়নের ভিত্তিতে, ওঁত পেতে আছে বিজেপি

English summary
CM Mamata Banerjee makes Foundation stone laying of two new projects from Nabanna, announces employment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X