For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা, আনলেন নন্দীগ্রাম প্রসঙ্গ! একের পর এক কারণ তুলে চাপ মুকুলের

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই দাবি করেন প্রাক্তন সহযোগী মুকুল রায়। একইসঙ্গে তাঁর অভিযোগ বাংলাকে অশান্ত করছেন মমতা।

Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই দাবি করেন প্রাক্তন সহযোগী মুকুল রায়। একইসঙ্গে তাঁর অভিযোগ বাংলাকে অশান্ত করছেন মমতা। তবে সরকার ভেঙে বিজেপি মমতাকে সুযোগ দেবে না বলেও এদিনের সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দেন মুকুল রায়।

প্রভাবশালী মন্ত্রীদের অভিযোগ মমতার কাছে

প্রভাবশালী মন্ত্রীদের অভিযোগ মমতার কাছে

পুলিশ কথা শুনছে না। সূত্রের খবর অনুযায়ী, এদিন নবান্নে ডিজির সামনেই এমনই অভিযোগ করেন, রাজ্যের তিন প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারী। দলের মন্ত্রীদের অভিযোগকেই এদিন কটাক্ষ করেন মুকুল পায়। আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্যে খুন নিয়ে মমতাকে পাল্টা মুকুলের

রাজ্যে খুন নিয়ে মমতাকে পাল্টা মুকুলের

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে খুনের ঘটনা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন। সম্প্রতি বসিরহাটের ন্যাজাটে খুনের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে
বিজেপি ও রাজ্য সরকারে। বিজেপির দাবি তাদের দুজন এখনও নিখোঁজ। যদিও এই দাবি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অস্বীকার করা হয়েছে বলেই সূত্রের খবর।
এপ্রসঙ্গে মুকুল রায় প্রশ্ন করেন, নন্দীগ্রামে ৫৬ জন খুন হয়েছেন, সেই দাবি থেকে কি মমতা সরে এসেছেন।

'রাজ্যকে অশান্ত করছেন মমতা'

'রাজ্যকে অশান্ত করছেন মমতা'

মুকুল রায়ের অভিযোগে একেবারে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধেই। বিজেপি নেতা বলেন, বাংলাকে অশান্ত করছেন মমতা নিজেই। রবিবার কোচবিহারের পর সোমবার হাওড়ায় বিজেপি কর্মী খুনের অভিযোগ করেন মুকুল রায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াবেন আর বললেন সরকার ভেঙে দেওয়া হল, তা বিজেপি হতে দেবে না
বলেও জানিয়েছেন মুকুল রায়।

[আরও পড়ুন:মমতা হেরেছেন, যুক্তি সাজালেন মুকুল রায়! দিলেন ভবিষ্যতের ইঙ্গিত][আরও পড়ুন:মমতা হেরেছেন, যুক্তি সাজালেন মুকুল রায়! দিলেন ভবিষ্যতের ইঙ্গিত]

English summary
CM Mamata Banerjee is failed as Home Minister alleged BJP's Mukul Roy. He told herministers are vocal against police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X