For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

  • |
Google Oneindia Bengali News

একদিকে নেই কেন্দ্রের আর্থিক সাহায্য অন্যদিকে মহামারী করোনার মোকাবিলা, এই পরিস্থিতির মধ্যেও সরকারি কর্মচারীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছেন, এই পরিস্থিতিতেও উৎসব ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হচ্ছে। এরজন্য বরাদ্দ করা হয়েছে ৪০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী এই ঘোষণায় উপকৃত হবেন।

 রাজ্যের বরাদ্দ ৪০০ কোটি টাকা

রাজ্যের বরাদ্দ ৪০০ কোটি টাকা

সীমিত ক্ষমতার মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের পাশে সরকার। অ্যাডহক বোনাস ও ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসেবে ৪০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রমজান ও দুর্গাপুজোর জন্য এই ঘোষণা করা হয়েছে।

অ্যাডহক বোনাস

অ্যাডহক বোনাস

এবারের অ্যাডহ বোনাস দেওয়া হবে ৪২০০ টাকা করে। গতবার যা ছিল ৪০০০ টাকা। গতবার এই বোনাসের জন্য স্যালারি সিলিং ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৪২৫০ টাকা।

 ফেস্টিভ্যাল অ্যাডভান্স

ফেস্টিভ্যাল অ্যাডভান্স

এবার ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও বাড়ানো হয়েছে। গতবার যা ছিল ৮ হাজার টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। গতবার এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সের জন্য স্যালারি সিলিং ছিল ৩৪২৫০ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৪১১০০ টাকা।

পাবেন পেনশনাররাও

পাবেন পেনশনাররাও

পেনশনারদের এক্সগ্রাসিয়া হিসেবে এই সুযোগ দেওয়া হবে। যাঁদের পেনশন ২৯৭০০ টাকা পর্যন্ত, তাঁরা ২২০০ টাকা করে পাবেন। গতবছর এই সুবিধা ঠিল ২১০০ টাকা। আর সুবিধা পেয়েছিলেন যাঁদের পেনশন ২৬০০০ টাকা পর্যন্ত তাঁরা।

 উপকৃত হবেন ১০ লক্ষ কর্মী

উপকৃত হবেন ১০ লক্ষ কর্মী

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হবেন প্রায় ১০ লক্ষ কর্মী। সরাসরি সরকারি কর্মীরা ছাড়াও পঞ্চায়েত ও পুরসভা, বিশ্ববিদ্যালয় ও স্কুলের কর্মীর এবং ক্যাজুয়াল কর্মীরাও উপকৃত হবেন।

'রাজনৈতিক ভূমিকম্প' আসছে ভারতে করোনার পর! বিপক্ষের কোন ভাঙনের বার্তা বিজেপি নেতার কণ্ঠে 'রাজনৈতিক ভূমিকম্প' আসছে ভারতে করোনার পর! বিপক্ষের কোন ভাঙনের বার্তা বিজেপি নেতার কণ্ঠে

English summary
CM Mamata Banerjee announces grant of adhoc bonus and festival advance for 2020-2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X