For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র বজবজ, চলল গুলিও

জলসার চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষের মধ্যে চলল গুলিও। ভাঙচুর চালানো হল ট্যাঙ্কারে।

Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনা, ৬ এপ্রিল : জলসার চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষের মধ্যে চলল গুলিও। ভাঙচুর চালানো হল ট্যাঙ্কারে। তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসেও ব্যাপক ভাঙচুর চালায় তোলাবাজরা। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নামানে হয়েছে র‍্যাফ ও কমব্যাট ফোর্স।

কালীপুজো উপলক্ষে জলসা। বজবজের ইন্ডিয়ান ওয়েলের একটি শ্রমিক সংগঠনের তরফে চাঁদা তোলা হচ্ছিল। ট্রাকচালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়কে কেন্দ্র করেই বচসা বাধে। তা রূপ নেয় হাতাহাতিতে। এই সময় ট্রাক চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। ট্রাক চালকের সমর্থনেও ভিড় বাড়তে থাকে। শুরু হয় দুই দলের সঙ্ঘর্ষ।

চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র বজবজ, চলল গুলিও

এইসময়ই দু'দলের সঙ্ঘর্ষের মধ্যে শূন্য গুলি চালানো হয়। বেশ কয়েকটি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। রোষের আগুন গিয়ে পড়ে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে। তৃণমূলের অফিসেও ভাঙচুর চলে। ট্রাক চালকরা এই ঘটনার প্রতিবাদে বড়কাছারি-বজবজ রোড অবরোধ করেন। ট্রাকচালক ও খালাসিদের ইউনিয়ন প্রতিবাদে রাস্তায় নামে।

এরপর পুলিশ হস্তক্ষেপ করে। তারা অবরোধ তুলে দেয়। উত্তেজনা প্রশমনে এলাকায় বসানো হয় পুলিশ পিকেট।

English summary
Clash between two group to collect subscription for variety entertainment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X