For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদনের সম্পত্তির তালিকা বানাচ্ছে সিবিআই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
কলকাতা, ১৫ ডিসেম্বর: সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্রের সম্পত্তির তালিকা তৈরি করছে সিবিআই। নামে-বেনামে তিনি কোথায় কত সম্পত্তি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এর কতটা সারদার টাকায় আর কতটা নিজের টাকায়, সেটা খোঁজ করতেই কেন্দ্রীয় গোয়েন্দাদের এই উদ্যোগ।

প্রাথমিকভাবে সিবিআই জানতে পেরেছে, ২০১১ সালের মাঝামাঝি সুদীপ্ত সেন জমি দিয়েছিলেন মদনবাবুকে। কিন্তু মন্ত্রী বলেন, ওই জমি বেনামে রেজিস্ট্রি করে দিতে হবে, যাতে পরবর্তী সময়ে কেউ কিছু বুঝতে না পারে। সেই আর্জি মেনে নেন সুদীপ্ত সেন। তিনি সারদার এক কর্মীর নামে জমিটি রেজিস্ট্রি করে তা তুলে দিয়েছিলেন মদনবাবুর হাতে। পাশাপাশি, ২০১১ সালের বিধানসভা ভোটের আগে মদনবাবু দক্ষিণেশ্বরে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তার দামও সুদীপ্তবাবুকে মেটাতে বাধ্য করেছিলেন বলে খবর।

গোয়েন্দাদের দাবি, মদনবাবুর দুই ছেলেও বিপুল সম্পত্তির মালিক। এই সম্পত্তির উৎস কী, তা জানতে চেষ্টা করছেন গোয়েন্দারা। মদনবাবু ও তাঁর ছেলেদের টাকাপয়সার লেনদেন নিয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে।

English summary
CBI making a list of Madan Mitra's property
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X