For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুদ্ধবাবুর ফোনেই নির্বাচনী রাজনীতিতে ফিরলেন অশোক, প্রার্থী হিসাবে ছয় নম্বর ওয়ার্ডে ঘোষণা হল নাম

বুদ্ধ-র ফোনে গলল বরফ, নির্বাচনী রাজনীতিতে ফিরছেন অশোক

  • |
Google Oneindia Bengali News

ইতিহাস বলে চন্ডাশোককে ধর্মাশোকে পরিবর্তন করে দিয়েছিলেন ভগবান বুদ্ধ৷ সেই তখন থেকেই বুদ্ধের প্রতি অশোকের সম্পর্ক অনেকের কাছে দৃষ্টান্ত। কিন্তু এ তো গেল অতীতের বুদ্ধ-অশোক কাহিনী বর্তমানের বঙ্গ রাজনীতিতে বুদ্ধ-অশোক জুটির রসায়ন চমৎকার। আর তারই ছবি দেখা গেল এবার বঙ্গ রাজনীতির ময়দানে!

বুদ্ধর এক ফোনেই কাজ হল?

বুদ্ধর এক ফোনেই কাজ হল?

শিলিগুড়ি শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য একসময় যিনি পুর এবং নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্বও সামলিয়েছিলেন। সেই বাম নেতা অশোক ভট্টাচার্যই ভাটার টানে বহু দূরে সরে যাচ্ছিলেন নির্বাচনী রাজনীতি থেকে। তবে ফের মূলস্রোতে ফিরিয়ে আনল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি মাত্র ফোন। আলিমুদ্দিন সূত্রে খবর, আগের মতোই ৬ নং ওয়ার্ড থেকে লড়বেন অশোক৷

ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অশোক!

ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অশোক!

প্রথমে অবশ্য ভোটে লড়বেন না বলেই স্থির করেছিলেন অশোক। তবে পরে নিজের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন৷ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'রাজ্য কমিটি থেকে আমাকে ভোটে লড়ার ব্যাওয়ারে ফের চিন্তাভাবনা করতে বলা হয়। ভোটে না লড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। বাকিটা আমার হাতে নেই, দল জানে। আসলে এই কঠিন পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষও চান না আমি লড়াই থেকে দূরে যাই। তাই ভেবে দেখা।'

একুশের বিধানসভায়ও নির্বাচনী লড়াইয়ে ছিলেন অশোক!

একুশের বিধানসভায়ও নির্বাচনী লড়াইয়ে ছিলেন অশোক!

একুশের বিধানসভা নির্বাচনেও লাল জার্সি পরে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন অশোক। তবে লাভের লাভ হয়নি। হেরে গিয়েছেন অশোক। সম্প্রতি স্ত্রী বিয়োগের পর যেন আরোই ভেঙে পড়েছিলেন। এই কারণেই আর ভোটে দাঁড়াতে চাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েওছিলেন এই কথা৷ তবে সবটা বদলে দেয় রবিবার সকালের একটা ফোন। অশোকের ফোনে ফোন ঢোকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।

বুদ্ধবাবুর ফোন অশোককে!

বুদ্ধবাবুর ফোন অশোককে!

রবিবার সকালেই বুদ্ধদেব অশোককে অনুরোধ করেন যাতে তিনি ভোটের লড়াই না ছাড়েন। আগামী পুরভোটে দলের নেতৃত্ব দেওয়ার আবেদনও করেন তিনি। বলাই বাহুল্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন ফেলে দেননি অশোক। মঙ্গলবার যখন বামেরা রাজ্যের অন্যান্য পুরভোট নিয়ে বৈঠকে বসে, তখন ভোটে লড়তে রাজি হয়েছেন অশোক৷ এখন শুধু প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। ছ'নিং ওয়ার্ডে ফের অশোককে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে মুখিয়ে রয়েছেন বাম কর্মী-সমর্থকরা৷

প্রার্থী হিসাবে ঘোষণা হল নাম

প্রার্থী হিসাবে ঘোষণা হল নাম

সকালেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নেন অশোকবাবু। সেই মতো দলকে জানিয়েও দেন। আর বেলা হতেই শিলিগুড়ি পুরসভার ভোটে প্রার্থী হিসাবে ঘোষণা হয়ে গেল তাঁর নাম। তাঁর ছয় নম্বর ওয়ার্ডেই অশোক ভট্টাচার্যের নাম ঘোষণা হয়েছে দলের তরফে। নাম ঘোষণার পর তিনি জানিয়েছেন, আমি দাঁড়াতে চাইছিলাম না। কিন্তু পার্টির সিদ্ধান্ত ফেলে দিতে পারলাম না। উল্লেখ্য, কলকাতার মতোই শিলিগুড়িতেও কংগ্রেসকে জায়গা ছেড়ে প্রার্থীর নাম ঘোষণা করা হল।

English summary
Buddha's phone melted ice, Ashok is returning to electoral politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X