For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে করোনা আতঙ্ক, বিএসএফ জওয়ানদের মুখে মাস্ক

সীমান্তে করোনা আতঙ্ক, বিএসএফ জওয়ানদের মুখে মাক্স

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কের ছায়া এবার ভারত-বাংলাদেশ সীমান্তেও। করোনা আতঙ্কে উত্তর ২৪ পরগণার বনগাঁ ও বসিরহাট মহকুমার সীমান্তবর্তী এলাকা গুলোতে মাস্ক ব্যবহার করছেন সেনা জওয়ানরা। পাশাপাশি, দুই দেশের মধ্যকার এলাকায় করোনা নিজে জনসচেতনতার বার্তা দিচ্ছেন জওয়ানরা।এদিন একদিকে যেমন হিঙ্গলগঞ্জ ব্লকের বরুনহাট সীমান্তে ছাত্র-ছাত্রীদের গ্রামবাসীদের দেদার মাস্ক, স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর সেনারা। একই ছবি অন্যান্য জায়গা গুলোতেও।

সীমান্তে করোনা আতঙ্ক, বিএসএফ জওয়ানদের মুখে মাস্ক

এর আগে দেখা গিয়েছিল বিমানবন্দর, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল, স্কুল কলেজ, তারপরে বসন্ত উৎসবে ছায়া পরেছিল করোনা আতঙ্কে। এবার বাদ গেলোনা সীমান্তে সেনাবাহিনীর ক্ষেত্রেও। আজ রবিবার সকাল থেকে 85 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হরমেষ লাল বরুনহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালাম মন্ডল সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিল। সীমান্তরক্ষী বাহিনীর হাতে সানিট‍্যারি নাপকিন মুখে মাক্স পরে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের মুখে পরিয়ে দিয়ে হাতের সানিতারি ন্যাপকিন দিয়ে সচেতনতা বার্তা দিল। সীমান্ত সুরক্ষায় ইতিমধ্যে বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট ও ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসলেই তাদেরকেও স্কিলি‌ং করা হচ্ছে।

এছাড়াও সীমান্তে সচেতনতার করার জন্য স্কুল কলেজ ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস আতঙ্কে মানুষকে আরো বেশী করে সচেতনতা বার্তা দিচ্ছে বিএসএফ জওয়ানরা। সব মিলিয়ে এবার যে করোনা আতঙ্ক এবার দেশের সুরক্ষা বাহিনীতে ।প্রভাব যে পরেছে তা বলা বাহুল্য । গোটা বিশ্বের সাথে ভারত যে কারণে আতঙ্কে থাবা বসিয়েছে তাও একবার প্রমাণ হলো ।সীমান্তের জ‌ওয়ান মুখে আজ বরুনহাট হাট সীমান্তের শতাধিক ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীদের নিয়ে রীতিমত করোনা আতঙ্কের সচেতনতা বার্তা ও পাশাপাশি নিজেদের মধ্যে একটি ছোট কর্মশালা হয়ে গেল ।

English summary
BSF soilders use musk to protect themselfs form coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X