For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ৬০, বাম-কংগ্রেস ১৫ এবং বিজেপি ০! একুশে বাকি ২১৯ আসনে কী সমীকরণ

তৃণমূল ৬০, বাম-কংগ্রেস ১৫ এবং বিজেপি ০! একুশে বাকি ২১৯ আসনে কী সমীকরণ

Google Oneindia Bengali News

একুশে বিধানসভা নির্বাচনের লড়াই এবার কাঠে-খড়ে হতে চলেছে। গো-বলয়ের অন্য রাজ্যের মতো এবার বাংলাতেও মেরুকরণের ভোট হবে। সেই অঙ্কই কষতে শুরু করেছে বিজেপি। অমিত শাহ তাঁর নিজস্ব টিমকে দিয়ে বাংলার সমীক্ষা করেছেন। কে কোন অঙ্কে কোথায় এগিয়ে, তা মূল্যায়ন করেই চাণক্যের চাল দিতে তৈরি হচ্ছেন তিনি।

বিজেপি কতগুলি আসনে ফ্রি-স্পেস পাবে একুশের ভোটে

বিজেপি কতগুলি আসনে ফ্রি-স্পেস পাবে একুশের ভোটে

বিজেপি অভ্যন্তরীণ সমীক্ষায় মনে করছে, তাঁগের পক্ষে হিন্দু ভোট অনেকটাই এককাট্টা হবে। ২০১৯-এর লোকসভায় সেই ছায়া দেখেছিল বিজেপি। ২০২১-এ তা প্রতিফলিত করতে বিজেপি উঠেপড়ে লেগেছে। এই মর্মে বিজেপি কতগুলি আসনে ফ্রি-স্পেস পাবে, তা অঙ্ক কষে নির্ণয় করে ফেলেছে পার্টির অভ্যন্তরীণ সমীক্ষক ও কৌশলবিদরা।

বাংলায় মুসলিম অধ্যুষিত ৭৫টি আসনের সম্ভাব্য ফল

বাংলায় মুসলিম অধ্যুষিত ৭৫টি আসনের সম্ভাব্য ফল

সমীক্ষা রিপোর্ট হাতে পেয়ে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক যে সিদ্ধান্তে পৌঁছেছে, তা হল- বাংলায় মুসলিম অধ্যুষিত এমন ৭৫টি আসন রয়েছে, যেখানে প্রভাব তৃণমূল আর বাম-কংগ্রেসের। সেই হিসেব অনুযায়ী বাকি ২১৯টির মতো আসনে বিজেপি অপেক্ষাকৃত সহজ লড়াইয়ের মুখোমুখি হবে। এই ২১৯টি আসনকে টার্গেট করেই তাঁদের এগোতে হবে।

তৃণমূল ৬০, বাম-কংগ্রেস ১৫ এবং বিজেপি ০

তৃণমূল ৬০, বাম-কংগ্রেস ১৫ এবং বিজেপি ০

বিজেপির অভ্যন্তরীণ ওই সমীক্ষা অনুযায়ী, ৭৫টি সংখ্যালঘু অধ্যুষিত আসনের মধ্যে ৬০টির মতো আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনা সিংহভাগ। আর ১৫টি আসনে বাম-কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস যথাক্রমে ৬০ ও ১৫টি আসন নিয়ে লড়াই শুরু করবে, বিজেপি সেখানে লড়াই শুরু করবে শূন্য থেকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকেও ভয় বিজেপির

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকেও ভয় বিজেপির

এটা যেমন একটা ভাবার বিষয়, তেমনই আরও একটা ভাবার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়। যতই তৃণমূলকে নিশানা করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রাজ্যের নির্বাচনে মোক্ষম ভূমিকা নিতে পারে। তিনি এখনও সেভাবে প্রচারে নামেননি। যতই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকুক মমতা ক্ষমতা রাখেন সেই হাওয়া ঘুরিয়ে দেওয়ার।

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার পর একুশের টার্গেট

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার পর একুশের টার্গেট

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, একুশের নির্বাচনে তারা সর্বনিম্ন ১৩০ আর সর্বোচ্চ ১৫২ আসন পেতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। বাংলার বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। সর্বোচ্চ ভালো করলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এখন ঘষামাজা করে তা আরও উন্নত করার চেষ্টা যেমন থাকবে, তেমনই থাকবে কাঁটাও।

কোন জোনে কত আসন টার্গেট বিজেপির! অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে স্পষ্ট একুশের অঙ্ককোন জোনে কত আসন টার্গেট বিজেপির! অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে স্পষ্ট একুশের অঙ্ক

English summary
BJP targets 219 seats in West Bengal Assembly Elections 2021 for vote polarization
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X