For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বিরুদ্ধে নয়া অস্ত্রে শান বিজেপির! একুশের যুদ্ধ জিততে তৈরি 'মাস্টারপ্ল্যান'

করোনা লকডাউনে গৃহবন্দি দশা শেষ হওয়ার লক্ষ্ণণ প্রায় নেই। এখন ঘরে বসেই পরিকল্পনা বা কৌশল ছকছেন রাজনীতির। করোনার আবহে তাই রাজনীতিতে বিরাম নেই।

Google Oneindia Bengali News

করোনা লকডাউনে গৃহবন্দি দশা শেষ হওয়ার লক্ষ্ণণ প্রায় নেই। এখন ঘরে বসেই পরিকল্পনা বা কৌশল ছকছেন রাজনীতির। করোনার আবহে তাই রাজনীতিতে বিরাম নেই। হাতিয়ার যখন সোশ্যাল মিডিয়া, তখন রাজনীতি তো হাতের মুঠোয়। তাই করোনাকে মূল বিষয় করে ২০২১-এর লক্ষ্যে অস্ত্রে শান দিতে চলেছে বাংলায় রাজনৈতিক প্রতিপক্ষরা।

বিজেপি ইতিমধ্যেই শানিয়ে নিতে শুরু করেছে হাতিয়ার

বিজেপি ইতিমধ্যেই শানিয়ে নিতে শুরু করেছে হাতিয়ার

লকডাউনের বিধান মেনে বিজেপি ইতিমধ্যেই শানিয়ে নিতে শুরু করেছে হাতিয়ার। আইটি ও মিডিয়া সেলকে প্রস্তুত রেখেছেন তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে। তৃণমূলও প্রস্তুত থাকছে বিজেপির বাণ সামলানোর জন্য। প্রশান্ত কিশোরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসও পরিকল্পনা করছে বিজেপির জাল কেটে রাজ্যপাট বজায় রাখা।

সবই যখন অতীত করোনার ঠেলায়

সবই যখন অতীত করোনার ঠেলায়

এতদিন সিএএ-এনপিআর-এনআরসির বিরুদ্ধে লড়াই ছিল একরকম। তা এখন অতীত করোনার ঠেলায়। এখন করোনার যুদ্ধে রাজ্য সরকার কতটা সফল হল, অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা কতটা সাফল্যের সঙ্গে করতে সমর্থ হল এবং মানুষের মুখে অন্ন তুলে দিতে কতটা অগ্রণী ভূমিকা নিয়েছে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না

মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না

বিজেপি চাইছে সোশ্যাল মিডিয়ায় এমনই প্রচার চালাতে হবে যেন করোনার সাফল্যের এতটুকু তৃণমূল না পায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। রাজ্যস্তরে বিজেপি ১২ জন কর্মীকে দিয়ে নিরন্তর প্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে রয়েছে জেলা, মণ্ডল ও বুথ স্তরের ৩০ হাজারের বেশি কর্মী। যাঁরা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে লড়াই করছে।

বিজেপি করোনায় আবহে প্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়

বিজেপি করোনায় আবহে প্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, করোনার লকডাউনে ময়দানে নেমে প্রচারের পরিস্থিতি নেই। তাই প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়াতেই। সোশ্যাল মিডিয়ার সেই যুদ্ধে আইটি ও মিডিয়া সেলে জোর দিতেই হবে। সেইমতো আইটি ও মিডিয়া সেলে লোক বাড়িয়ে বিজেপি করোনায় আবহে প্রচার চালাচ্ছে।

রণকৌশল তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

রণকৌশল তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

প্রশান্ত কিশোরও বিজেপির এই পরিকল্পনা ভেস্তে দিতে পাল্টা রণকৌশল তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি প্রচার পরিকল্পনা প্রস্তুত করছেন। তাঁর আইপ্যাক টিম কাজ করছে করোনার আবহেও প্রচার চালিয়ে যেতে। দিদিকে বলো এবং বাংলার গর্ব মমতায় প্রচার চলছে অবিরত। বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে প্রচারের খুঁটিনাটি তৈরি করে ফেলেছে তৃণমূল।

English summary
BJP starts to take preparation to win 2021’s battle in West Bengal by their IT and Media cell.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X