For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সংখ্যালঘু কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমডাঙার বহিচগাছিতে বিজেপির সংখ্যালঘু কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

আমডাঙার বহিচগাছিতে বিজেপির সংখ্যালঘু কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ব্যাপক মারধর করা হয় নাজিমুল করিম নামে বছর ২৩-এর ওই যুবককে। শনিবার ভোরে আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বচসার জেরে খুন বলে দাবি পুলিশের। দলের কর্মীরা এই ঘটনায় যুক্ত নয়, দাবি করেছে তৃণমূল। ঘটনার জেরে পুলিশের গাড়িতে ভাঙচুর চালান এলাকার বাসিন্দারা।

সংখ্যালঘু বিজেপি কর্মী খুন

সংখ্যালঘু বিজেপি কর্মী খুন

এককালে এলাকার প্রভাবশালী সিপিএম নেতা জাকির বল্লুকের আত্মীয় এই নাজিবুল করিম। জাকির বল্লুক বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে বন্দি। নাজিবুল সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এলাকায় অর্জুন সিং যাওয়ার সময় বিজেপির পতাকা লাগিয়েছিলেন তিনি। সেই নাজিবুল শুক্রবার বিকেলে বেরিয়েছিলেন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। পরিবারের অভিযোগ পথেই তাঁকে ঘিরে ঘরে তৃণমূল কর্মী সমর্থকরা। বেধড়ক মারধর করা হয়। তাঁকে আমডাঙা স্বাস্থ্য কেন্দ্র হয়ে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির
অবনতি হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয় রাতে। শনিবার ভোরে মৃত্যু হয় নাজিবুলের।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

সূত্রের খবর অনুযায়ী, এলাকা তৃণমূল নেতা সওকত আলি বলেছেন, বচসায় যারা জড়িত ছিল তারা তৃণমূলের হলেও, এই ঘটনার পিছনে নেই তৃণমূল।

এলাকায় যাচ্ছেন অর্জুন সিং

এলাকায় যাচ্ছেন অর্জুন সিং

শনিবার ঘটনাস্থলে যাচ্ছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং। ভাটপাড়ার মতোই তৃণমল এই খুনের ঘটনার পিছনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
BJP's minority worker allegedly killed by the attack from TMC worker of Amdanga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X