For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অন্য একটা ভোট একসাইডে হয়ে গিয়েছে', কালিয়াগঞ্জে হারের কারণ খুঁজে পেলেন বিজেপি প্রার্থী

অন্য একটা ভোট একসাইডে হয়ে গিয়েছে। ভোটা হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বলেছেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী। এছাড়াও হার নিয়ে এনআরসিকেও দায়ী করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

অন্য একটা ভোট একসাইডে হয়ে গিয়েছে। ভোটা হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বলেছেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। এছাড়াও হার নিয়ে এনআরসিকেও দায়ী করেছেন তিনি। ৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে আসনি নিশ্চিত বলে ধরে নিয়েছিল বিজেপি, তার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ। সেখানে ২ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছে তারা।

'সংখ্যালঘু ভোট একসাইডে'

'সংখ্যালঘু ভোট একসাইডে'

বিজেপি প্রার্থীর মতে মতে সংখ্যালঘু ভোট একসাইড হয়ে গিয়েছে কালিয়াগঞ্জে। প্রথমেই তিনি বলেন, অন্য একটা ভোট একসাইডে হয়ে গিয়েছে। তারপরের মুহূর্তে কমল সরকার বলেন, সংখ্যালঘু ভোটের কথা।

কারণ যখন এনআরসি

কারণ যখন এনআরসি

রাজ্য নেতৃত্ব হারের কারণ ব্যাখ্যা করেননি। তার আগেই হার নিয়ে কারণ ব্যাখ্যা করে দিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার। হারের প্রথম কারণ হিসেবে, তিনি এনআরসিকেই তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে লোককে বোঝাতে না পারার ব্যর্থতাও দায়ী বলে জানিয়েছেন তিনি।

নিজের এলাকায় কমেছে ব্যবধান

নিজের এলাকায় কমেছে ব্যবধান

বিজেপি প্রার্থী সংবাদ মাধ্যমকে জানিয়েছে নিজের এলাকায় জয়ের ব্যবধান সাড়ে ছয় হাজার থেকে সাড়ে তিন হাজারে নেমেছে। ব্যবধান বজায় রাখতে পারলেও, ভোট কমাটাও হারের অন্যতম কারণ।

ভরাট হয়েছে ৫৭ হাজার ভোটের ব্যবধান

ভরাট হয়েছে ৫৭ হাজার ভোটের ব্যবধান

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রায়গঞ্জ আসন জয়লাভ করেছিল। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন। তাই বিজেপি ধরেই নিয়েছিল এই কেন্দ্রে তাদের জয় নিশ্চিত। কিন্তু সেই ৫৭ হাজারের ব্যবধান ভরাত করে দিয়েছে তৃণমূল।

হারের কারণ ব্যাখ্যা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর! তুললেন একের পর এক কারণহারের কারণ ব্যাখ্যা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর! তুললেন একের পর এক কারণ

English summary
BJP's Kaliagunge candidate blames Minority vote for their defeat. NRC is the main reason for his defeat, claimed Kamal Sarkar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X