For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজভবনে অনুপস্থিত বিজেপি বিধায়কদের নিয়ে ধ্বন্দ, শুভেন্দুকে যত্ন নিতে পরামর্শ তৃণমূলের

তৃণমূলে (trinamool congress) যাওয়া আটকাতে বিজেপি (bjp) প্রক্রিয়া শুরু করলেও, তাতে লাগল ধাক্কা। শুভেন্দু অধিকারী(suvendu adhikari) বিধায়কদের নিয়ে রাজভবনে গেলেও সেখানে অনুপস্থিত থেকে গেলেন দলের অন্তত ২৪ বিধায়। যা নিয়েই

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলে (trinamool congress) যাওয়া আটকাতে বিজেপি (bjp) প্রক্রিয়া শুরু করলেও, তাতে লাগল ধাক্কা। শুভেন্দু অধিকারী(suvendu adhikari) বিধায়কদের নিয়ে রাজভবনে গেলেও সেখানে অনুপস্থিত থেকে গেলেন দলের অন্তত ২৪ বিধায়। যা নিয়েই জল্পনা তীব্র হয়েছে। আর দলবিরোধী আইন কার্যকর করার দাবি তোলার আগে নিরুদ্দেশ বিধায়কদের যত্ন নিতে বলে কটাক্ষ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা তুলে ধরতে রাজ্যপালের কাছে

পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা তুলে ধরতে রাজ্যপালের কাছে

পশ্চিমবঙ্গের বিভিন্ন অপ্রীতিকর ঘটনার খবর রাজ্যপালের সামনে তুলে ধরলে কর্মসূচি নিয়েছিল বিজেপির পরিষদীয় দল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা সেখানে গিয়েছিলেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ৫১ জন বিধায়ক। যদিও বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ৭৫। কেননা দুই সাংসদ ইতিমধ্যেই তাঁদের বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন।

রাজভবনে যাননি অন্তত ২৪ জন বিধায়ক

রাজভবনে যাননি অন্তত ২৪ জন বিধায়ক

সোমবার বিকেলে শুভেন্দু অধিকারীর রাজভবন যাওয়ার সময়ে সেই দলে ছিলেন না ২৪ জন বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন মুকুল রায়ও। মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও বাকিরা অনুপস্থিত থাকায়, তাঁদের নিয়ে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার সবাই তৃণমূলের পা বাড়াচ্ছেন, উঠেছে প্রশ্ন। নাকি তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মেনে নিতে পারেননি, সেই প্রশ্নও উঠেছে।

দলত্যাগ বিরোধী আইন কার্যকর করাবেনই বলেছেন শুভেন্দু

দলত্যাগ বিরোধী আইন কার্যকর করাবেনই বলেছেন শুভেন্দু

বিধানসভায় গত ১০ বছরে দলত্যাগ বিরোধী আইন লাগু না হলেও এবার তা কার্যকর হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুকুল রায়ও যাতে খুব তাড়াতাড়ি বিধায়ক পদে ইস্তফা দেন, সেই বার্তাও দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এবার বিধানসভার স্পিকার দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বাধ্য থাকবেন বলেও মনে করেন শুভেন্দু অধিকারী।

পাল্টা শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

পাল্টা শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দলত্যাগ বিরোধী আইন এক ব্যক্তির বিষয় নয়। তা সংসদের উভয় কক্ষে পাশ করানোর পরেই তা বিধানসভায় আসবে। যদি বিজেপির বিরোধী দলনেতা নতুন আইন আনতে চান, তাহলে তা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। কেননা তারাই সরকারে রয়েছে। এছাড়াও তিনি বিজেপির ২৪ বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের কথা নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীর উচিত নিজের বিধায়কদের য ত্ন নেওয়া, তারপর অন্যদের কথা বলা।

তৃণমূলের হয়ে আইপ্যাকের কাজের চুক্তির মেয়াদ বাড়ল, প্রশান্ত কিশোরের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জল্পনাতৃণমূলের হয়ে আইপ্যাকের কাজের চুক্তির মেয়াদ বাড়ল, প্রশান্ত কিশোরের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জল্পনা

English summary
BJP's 24 MLA's absent to meet Governor Dhankhar creates question on reverse migration to TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X