For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের নিহত কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ বিজেপি সভাপতি জেপি নাড্ডার, সঙ্গী দিলীপ-মুকুলরা

আজ মহালায়া দেবী পক্ষের সূচনায় পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন। গঙ্গার ঘােট ঘাটে সকাল থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়েছে রাজ্যে। সেই তর্পণকেও রাজনীতির মঞ্চে টেনে এনেছে বিজেপি।

Google Oneindia Bengali News

আজ মহালায়া দেবী পক্ষের সূচনায় পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন। গঙ্গার ঘােট ঘাটে সকাল থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়েছে রাজ্যে। সেই তর্পণকেও রাজনীতির মঞ্চে টেনে এনেছে বিজেপি। মহালায়া পূণ্য লগ্নে কলকাতায় দলের খুন হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন বিজেপির তাবর নেতারা।

দলের নিহত কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ বিজেপি সভাপতি জেপি নাড্ডার, সঙ্গী দিলীপ-মুকুলরা

ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন মুকুল রায়ও। লোকসভা ভোেটর পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসা যে বিজেপি কর্মী সমর্থকরা খুন হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ বলে জানিয়েছেন বিজেপি নেতারা।

[ অপেক্ষায় সিবিআই, আজ হাজিরা দিলেই মুকুল-মির্জা মুখোমুখি জেরা!][ অপেক্ষায় সিবিআই, আজ হাজিরা দিলেই মুকুল-মির্জা মুখোমুখি জেরা!]

এদিকে আজই নিজাম প্যালেসে মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা মুকুল রায়কে। তার আগে বিজেপির কার্যকরী রাজ্য সভাপতির সঙ্গে এক মঞ্চে তাঁকে দেখা যাওয়া নিয়ে অন্য জল্পনা শুরু হয়েছে। বিধানসভা ভোটের পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। সেকারণেই নারদকাণ্ডের তদন্তে নতুন করে ত‌ৎপরতা শুরু হয়েেছ। এমনকী দুর্গাপুজোর উদ্বোধন নিয়েও চরম রাজনৈিতক টানাপোড়েন শুরু হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে।

 [ ভোটের আগে ভাইপোর দায় ঝেড়ে ফেলতে চাইছেন শরদ পাওয়ার] [ ভোটের আগে ভাইপোর দায় ঝেড়ে ফেলতে চাইছেন শরদ পাওয়ার]

English summary
BJP perform 'tarpan' for party workers killed in political violence in the state of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X