For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার 'বেসুরো' বিজেপি সাংসদ সৌমিত্র, স্বামীর পাশে থেকে দিলীপ ঘোষকে নিশানা করলেন সুজাতা

এবার বেসুরো বিজেপির (bjp) বিষ্ণুপুরের সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (soumitra khan)। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে তাঁকে সেরকমভাবে সক্রিয় না থাকতে দেখা যাওয়ার পরে এবার তিনি দলের জেলার মিডিয়া সেলের হে

  • |
Google Oneindia Bengali News

এবার বেসুরো বিজেপির (bjp) বিষ্ণুপুরের সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (soumitra khan)। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে তাঁকে সেরকমভাবে সক্রিয় না থাকতে দেখা যাওয়ার পরে এবার তিনি দলের জেলার মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ (whatsapp group) ছেড়েছেন। একথা শুনে স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা খাঁ (sujata mondal khan) , তাঁকে দল ছাড়ার আহ্বান জানিয়েছেন।

জেলার মিডিয়া সেলের গ্রুপ ছাড়লেন সৌমিত্র

জেলার মিডিয়া সেলের গ্রুপ ছাড়লেন সৌমিত্র

বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে নির্বাচিত সাংসদ সৌমিত্র খান। বাঁকুড়ার পাশাপাশি বিষ্ণুপুরও বিজেপির সাংগঠনিক জেলা হিসেবেই পরিচিত। সেখানকার জেলার মিডিয়া সেলের গ্রুপে ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু তিনি এই গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। যা নিয়েই জল্পনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। তাহলে এবার কি সৌমিত্রও বেসুরো?

যাচ্ছেন না দিলীপ ঘোষের বৈঠকে

যাচ্ছেন না দিলীপ ঘোষের বৈঠকে

সংগঠনের পরিস্থিতি বুঝতে জেলা সফর শুরু করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি ইতিমধ্যেই বাঁকুড়ায় গিয়েছেন, সাংগঠনিক বৈঠকে যোগ দিতে। এদিন বিকেলে বৈঠক। সৌমিত্র খাঁ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি সেই বৈঠকে যোগ দিচ্ছেন না ব্যক্তিগত কারণে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ১৫ জুন পর্যন্ত লকডাউনের বিধিকে মান্যতা দিতেই তিনি বৈঠকে যাচ্ছেন না। সৌমিত্র আরও বলেছেন, তিনি শুধু এই বৈঠকেই নয়, ১৫ তারিখ পর্যন্ত তিনি কোথাও যাচ্ছেন না।

স্বামীর পাশে সুজাতা

স্বামীর পাশে সুজাতা

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা। তারপর সৌমিত্র সুজাতার বিরুদ্ধে ডিভোর্সের মামলাও করেন। বিধানসভা নির্বাচনে তিনি আরামবাগ থেকে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে। সেই সুজাতা খাঁ এদিন স্বামীর পাশে থেকে বিজেপির ছাড়ার আবেদন করেছেন। তিনি বলেছেন, সৌমিত্র সৎ পথে থাকুক। পাশাপাশি দিলীপ ঘোষকে আক্রমণ করে তিনি বলেছেন, দিলীপ ঘোষ যে জায়গা থেকে নির্বাচিত, সেই মেদিনীপুরে বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। কিন্তু বিষ্ণুপুরের ৭ টির মধ্যে ৫ টিতে জয়ী হয়েছে বিজেপি। তিনি বলেছেন, বিজেপির ৭৫ জন বিধায়ক ৭৫ জি বিধায়ক দলে থাকে কিনা দেখুন।

যাঁরা ভাবছেন, ভুল ভাবছেন

যাঁরা ভাবছেন, ভুল ভাবছেন

সৌমিত্র খাঁকে তাঁর অবস্থান নিয়ে জল্পনা তৈরির কথা জানালে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রায় আড়াই বছর আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি যে সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই সময় বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ৩। আর এখন ৭৭, উল্লেখ করেছেন তিনি। তাই তাঁকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তাতে পাত্তা দিতে রাজি নন সৌমিত্র। তিনি স্পষ্ট করেছেন, যাঁরা বিষয়টিকে নিয়ে অন্য কিছু ভাবছেন, তাঁরা ভুল ভাবছেন।

সৌগতের তত্ত্বেই পড়লে চলেছে সিলমোহর, অভিষেকের পদ নিয়ে জল্পনাসৌগতের তত্ত্বেই পড়লে চলেছে সিলমোহর, অভিষেকের পদ নিয়ে জল্পনা

English summary
BJP MP Soumitra Khan lefts district Media cell whatsapp group creates speculation among party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X