For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দুর্গা বিসর্জনের সঙ্গেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে', চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের

'দুর্গা বিসর্জনের সঙ্গেই তৃণমূলের বিসর্জন হয়ে যাবে', চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। সোমবার উত্তর কলকাতার খান্নার কাছে বিজেপির উত্তর কলকাতা জেলা আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা বলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, 'তৃণমূল নেত্রী বুঝতে পেরে গিয়েছেন আর ক্ষমতায় ফিরতে পারবেন না। মা দুর্গার বিসর্জনের সঙ্গেই তৃণমূলের বিসর্জন হয়ে যাবে।'

আলাপনকে নিয়ে কটাক্ষ

আলাপনকে নিয়ে কটাক্ষ

নবান্নে প্রশাসনিক রদবদল নিয়ে তাঁর কটাক্ষ, ‘ এখন আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব হয়েছেন। উনি যে সরকারের সঙ্গে থাকেন সেই সরকারের পতন নিশ্চিত হয়। বুদ্ধদেববাবুর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় ভ্যান রিক্সায় গিয়েছিলেন। বুদ্ধ বাবুর সরকার চলে গিয়েছে। এবার উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্যসচিব হয়েছেন নিশ্চিত ভাবে এই সরকারের পতন হবে।

যোগাযোগ রাখছেন অনেক তৃণমূলী

যোগাযোগ রাখছেন অনেক তৃণমূলী

তিনি এদিন আরও বলেন, ‘তৃণমূলের অনেক নেতা নেত্রী আছেন, যাঁরা বিজেপিতে যোগদান করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে বিজেপি যাচাই করে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়াবে। আজ যদি বাছ-বিচার না করে আমরা দরজা খুলে দিই, তাহলে তৃণমূলের যে সে হুহু করে আমাদের দলে ঢুকে পড়বে।'

রাজীবকে নিয়ে বিতর্কিত মন্তব্য

রাজীবকে নিয়ে বিতর্কিত মন্তব্য

প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে কেনও পূর্নবাসন দিলেন মুখ্যমন্ত্রী? অর্জুন সিং বলেন, ‘করোনা মহামারির সময় আড়াই হাজার কোটি টাকার স্বাস্থ্য দপ্তরের জিনিস কিনেছেন কোনও টেন্ডার ছাড়াই। সবটাই রাজীব সিনহার নির্দেশে হয়েছে। তাই ওঁকে প্রাইজ পোষ্টিং দিতে হবে। সেই জন্যই রাজীব সিনহাকে অবসরের পরও শিল্প উন্নয়ন নিগমের শীর্ষপদে বসানো হয়েছে।'

বিজেপির বৈঠক

বিজেপির বৈঠক

এই বৈঠকেই বিজেপির উত্তর কলকাতার জেলা কমিটির তালিকা ঘোষণা করা হয়। আগেই জেলা সভাপতি ঘোষণা করা হয়েছিল। এদিন বাকি ৮ জন সহ সভাপতি, ৩ জন সাধারণ সম্পাদক, ৮ জন সম্পাদকের নাম ঘোষিত হয়।

মদ বিরোধী আন্দোলন ঘিরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরমদ বিরোধী আন্দোলন ঘিরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুর

English summary
BJP MP Arjun Singh says, TMC will wipe out surely in upcoming Bengal Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X