For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে ইস্যু বদল বিজেপির! মমতার অবস্থান নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইস্যু বদল করল বিজেপি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, রাজ্যে এনআরসি এখন তাদের ইস্যু নয়।

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইস্যু বদল করল বঙ্গ বিজেপি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে এনআরসি এখন তাদের ইস্যু নয়। তবে রাজ্যে তাদের মূল ইস্যু হল নাগরিকত্ব সংশোধনী বিল। তবে নাগরিকত্ব সংশোধনী বিলকে সামনে রেখেই বিজেপি রাজ্য বিধানসভা নির্বাচনে লড়াই করবে কিনা, তা তিনি স্পষ্ট করেননি।

'অযোধ্যা আর সংবিধানের ৩৭০ ধারা পশ্চিমবঙ্গের ইস্যু নয়'

'অযোধ্যা আর সংবিধানের ৩৭০ ধারা পশ্চিমবঙ্গের ইস্যু নয়'

প্রকাশিত খবর অনুযায়ী দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে বিজেপির রাজনীতি অযোধ্যা কিংবা ৩৭০ ধারার ওপর নির্ভর করে না। ২০১৬ সাল থেকে দীর্ঘ মেয়াদি ভিত্তিতে পরিকল্পনা করে এগোচ্ছে। এপ্রসঙ্গে তিনি বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ২৩ টি আসন টার্গেট করে ১৮ টি দখল করেছে। রাজ্যে ৩৫০ জন সর্বক্ষণের কর্মী নিয়োগ করা হয়েছে সংগঠনের জন্য। দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য অন্য দল থেকে লোকও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপর তাদের টার্গেট ২০২১-এর নির্বাচনে লড়াই। সেই অনুযায়ী কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

এনআরসি নিয়ে অবস্থান

এনআরসি নিয়ে অবস্থান

এনআরসি নিয়ে রাজ্য বিজেপির অবস্থান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, এটি বর্তমানে রাজ্য বিজেপির ইস্যু নয়। আগেও একে বিজেপি ইস্যু করেনি বলে জানিয়েছেন তিনি। বরং অনুপ্রবেশকারীদের ভোটে জিততেই মমতা বন্দ্যোপাধ্যায় একে ইস্যু করেছেন বলে মন্তব্য তাঁর। রাজ্য বিজেপির ইস্যু হল নাগরিকত্ব সংশোধনী বিল। সংসদের বর্তমান অধিবেশনে তা পা হয়ে গেলেই এনআরসি নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে।

এনআরসি নিয়ে আত্মহত্যার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে তিনি অভিযোগ করেছিলেন নোটবাতিলে ১০০ ওপর মানুষের মৃত্যু হয়েছে। সেই দাবিও মিথ্যা ছিল বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

মমতার অবস্থান কি বিজেপির পক্ষে বাধার?

মমতার অবস্থান কি বিজেপির পক্ষে বাধার?

এনআরসি কিংবা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বাধার নয় বলেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ বলে কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তা পশ্চিমবঙ্গে লাগু হওয়া থেকে আটকাবেন, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে। প্রশ্ন তুলেছেন তিনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলের বিরোধিতা করেছিলেন, কিন্তু তিনি তা পারেননি। জিএসটি এবং ৩৭০ ধারা বাতিলেরও বিরোধিতা করেছিলেন। পারেননি। বিল পাশের দিন তৃণমূলের সাংসদরা সংসদেই অনুপস্থিত ছিলেন। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

 বছরের পর বছর ধরে মুসলিমদের বঞ্চনা

বছরের পর বছর ধরে মুসলিমদের বঞ্চনা

মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর ধরে মুসলিমদের বঞ্চনা করেছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।আসাদুদ্দিন ওয়াইসি রাজ্যে মুসলিমদের অবস্থান নিয়ে যে প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তারা আগেই তুলেছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

উপনির্বাচনে ভাল ফল নিয়ে আশাবাদী

উপনির্বাচনে ভাল ফল নিয়ে আশাবাদী

রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল নিয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন। মানুষ বিজেপির পক্ষে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তিন কেন্দ্রই বিজেপির পক্ষে আসবে বলে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি।

বিধানসভায় মর্যাদা নিয়ে বিভ্রান্তি! ইস্তফা দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীবিধানসভায় মর্যাদা নিয়ে বিভ্রান্তি! ইস্তফা দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

English summary
BJP leader Dilip Ghosh says NRC is not their issue in West Bengal. He said Citizenship Amendment Bill is their main issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X