For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পাখির চোখ ২০২১ এর ভোট, মমতাকে ক্ষমতাচ্যুত করতে ‘মিশন’ তৈরি মোদী-অমিতের

উৎসব শেষ, কর্মব্যস্ততা শুরু। রাজনীতির ময়দানেও ফের শুরু হয়ে গিয়েছে কৌশল রূপায়ণের পালা। পাখির চোখ সেই ২০২১।

Google Oneindia Bengali News

উৎসব শেষ, কর্মব্যস্ততা শুরু। রাজনীতির ময়দানেও ফের শুরু হয়ে গিয়েছে কৌশল রূপায়ণের পালা। পাখির চোখ সেই ২০২১। বিশেষ করে বিজেপি এবার বাংলায় বিধানসভা নির্বাচনে পরিবর্তন আনতে মিশন ২০২১-এর ডাক দিয়েছে। সেই লক্ষ্যে ঘর গুছাতেও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। তৃণমূলী শাসনের অবসান ঘটাতে বিজেপি এবার ব্যবস্থা করল প্রশিক্ষণের।

২০২১ নির্বাচনের লক্ষ্যে বিজেপি

২০২১ নির্বাচনের লক্ষ্যে বিজেপি

২০২১ নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি চাঙ্গা করতে চাইছে গেরুয়া বাহিনীকে। নরেন্দ্র মোদী ও অমিত শাহরা বঙ্গ বিজেপি নেতা-কর্মীদের তাই প্রশিক্ষিত করে তুলছেন। বর্তমানে বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরে নেতা-কর্মীদের ভিড় হয়েছে। তাঁদের বিজেপির আদর্শে প্রশিক্ষিত করা জরুরি বলে মনে করছে নেতৃত্ব।

বঙ্গ বিজেপির পথ নিরূপণে নির্দেশ

বঙ্গ বিজেপির পথ নিরূপণে নির্দেশ

মোদী-শাহরা স্থির করেছেন ২০২১-এর লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের বারবার বাংলায় পাঠিয়ে বঙ্গ বিজেপি নেতাদের প্রশিক্ষণ দেওয়া। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে, তাঁদের হারিয়ে বাংলায় ক্ষমতা কায়েম করতে প্রচারকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, তা নিরূপণ করে দেওয়াই এই প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য।

বাস্তবের মাটিতে জয়ের লক্ষ্যে

বাস্তবের মাটিতে জয়ের লক্ষ্যে

বিজেপি মনে করছে, সমস্ত কিছুই তাঁদের অনুকূলে আছে। শুধু পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাস্তবের মাটিতে জয় হাসিল করা। ২৯৪টি আসনেইর মধ্যে অধিকাংশ আসনেই তাঁরা এগিয়ে রয়েছেন। বেশিরভাগ আসনে তৃণমূল ব্যাকফুটে। ১৮টি লোকসভা কেন্দ্রে জয়ের পর যে হাওয়া তৈরি হয়েছে বাংলায়, তাতেই অর্ধেক জয় সারা। বাকিটা ২০২১-এ সেরে নেওয়াই লক্ষ্য।

লোকসভাই পথ দেখিয়েছে বিজেপিকে

লোকসভাই পথ দেখিয়েছে বিজেপিকে

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় প্রভূত সাফল্য পেয়েছে বিজেপি। আসন সংখ্যা দুই থেকে বেড়ে ১৮-তে দাঁড়াতেই উল্লসিত দিলীপ-মুকুলরা। এই পথেই জয় আসবে ২০২১ বিধানসভায়, এ ব্যাপারে তারা নিশ্চিত। তাই জয়ের পথ আরও সুগম করতে তারা অমিত শাহদের পরামর্শ মেনে চলতে শুরু করে দিয়েছেন।

এনআরসি, নাগরিকত্ব বিল নিয়ে প্রচার

এনআরসি, নাগরিকত্ব বিল নিয়ে প্রচার

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে ২০২১-এর নির্বাচনের জন্য বাংলার টিমকে অপরিবর্তিত রেখেছে। এখন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রচারকে। দলের নেতাকর্মীদের সক্রিয় করে তোলা যেমন একটা উদ্দেশ্য এই প্রশিক্ষণ পরিকল্পনার, তেমনই আরও একটা বড় উদ্দেশ্য, এনআরসি, নাগরিকত্ব বিল নিয়ে প্রচার করার।

ব্লু প্রিন্ট তৈরি, প্রচারের অপেক্ষা

ব্লু প্রিন্ট তৈরি, প্রচারের অপেক্ষা

কোন ইস্যুতে কীভাবে প্রচার করে ভোটের ফায়দা তুলতে হবে, তাই শিক্ষণের ব্যবস্থা হবে এই শিবিরে। এ ব্যাপার্ ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এখন সেই ব্লু প্রিন্ট অনুযায়ী প্রচারে ঝড় তুলে তৃণমূলকে কোণঠাসা করে দেওয়াই লক্ষ্য বিজেপির।

<strong>[আর্থিক মন্দা নিয়ে খোদ অর্থমন্ত্রীর স্বামীর সমালোচনার মুখে মোদী সরকার! দিলেন মনমোহন জমানার উদাহরণ ]</strong>[আর্থিক মন্দা নিয়ে খোদ অর্থমন্ত্রীর স্বামীর সমালোচনার মুখে মোদী সরকার! দিলেন মনমোহন জমানার উদাহরণ ]

English summary
BJP creates mission Bengal to win in 2021 Assembly Election. Amit Shah gives message for training to leaders and Workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X