For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর দু-দিন ৫০০-র ঘরে বাংলার করোনা সংক্রমণ, সংক্রমণের হারও নামল অনেকটা

পর পর দু-দিন ৫০০-র ঘরে বাংলার করোনা সংক্রমণ, সংক্রমণের হারও নামল অনেকটা

  • |
Google Oneindia Bengali News

পর পর দু-দিন ৫০০-র ঘরে বাংলার করোনা সংক্রমণ। ৫ দিন টানা বাংলায় করোনা সংক্রমণ ৭০০-র উপরে ছিল। সোমবারের করোনা পরিসংখ্যানে স্বস্তি দিয়ে ৫০০-য় নেমে আসে সংক্রমণ। এদিনও করোনা পরীক্ষা বাড়লেও সংক্রমণ ৫০০-র ঘরেই ছিল। ফলে কমে গিয়েছে সংক্রমণের হারও। এই প্রবণতাকে ভালো লক্ষণ বলই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এদিন করোনায় মৃতেয়.র সংখ্যা বেড়েছে খানিকটা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৬৭৮। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৬২ হয়েছে। সোমবার করোনা আক্রান্ত ছিল ৫২৪। এদিন মাত্র ১৩ জন বেড়েছে। কিন্তু পরীক্ষা বেশি হয়েছে প্রায় সাত হাজার।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৭৪১ জন। এদিন ৬৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৩৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৯২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৭ লক্ষ ৯৭ হাজার ১৪২। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৭৭৪৬। এদিন টেস্টিং হয়েছে ৩৩১১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৬২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৫৩৬৬। এদিন ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৪২৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন বেড়ে হয়েছে ৯৮৬৬২। হাওড়ায় আক্রান্ত ৯৬৪৫১। এদিন আক্রান্ত হয়েছেন ৩১ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ৮৩৯২৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে শুধু কলকাতায়। উত্তর ২৪ পরগনায় ১০০-র নিচে সংক্রমণ হয়েছে এদিন। বাকি সব জেলায় ৪০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। ৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় মুর্শিদাবাদে মাত্র ২২ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Bengal gets comfort in coronavirus infection after decreasing positivity rate. Corona active case decreases more
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X