For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-মমতার 'বোঝাপড়া'র পর্দা ফাঁস! তৃণমূলের দ্বিচারিতা নিয়ে সরব মিম প্রধান ওয়েইসি

Google Oneindia Bengali News

'দ্বিচারি তৃণমূল৷ তারা দিল্লিতে বাক স্বাধীনতার পক্ষে কথা বলে, বাংলায় অন্য রূপ ধারন করে৷ আমাকে কেন জনসভা করতে দেওয়া হবে না, যখনও নির্বাচন কমিশন নির্বাচনীবিধি প্রকাশ করেনি।' সাংবাদিক সম্মলনে তৃণমূলের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি৷

সবাই সভা করছে, শুধু মিম করতে পারবে না

সবাই সভা করছে, শুধু মিম করতে পারবে না

এবার বাংলার বিধানসভা নির্বাচনে লড়ছে এআইএমআইএম৷ সে কথা আগে ঘোষণা করেছিলেন দলের সুপ্রিমো ওয়েইসি৷ সেই মতোই আজ মেটিব্রুজে ছিল ঘোষিত জনসভা৷ কিন্তু সেই সভার অনুমতি দেয়নি পুলিশ৷ ঘটনায় ক্ষুব্ধ ওয়েইসি হায়দরাবাদ থেকে সাংবাদিক সম্মলনে বলেন, 'বাংলায় মোদী, শাহ, নাড্ডা সভা করতে পারবে, আমি করতে পারব না। কেন? কংগ্রেস, সিপিএম সবাই সভা, মিছিল সব করতে পারবে, আমি কেন করতে পারব না?'

তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

এরপরেই তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন আইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷ বলেন, 'লোকসভায় নাগরিকের অধিকার, বাক স্বাধীনতা নিয়ে হল্লা মাচায় তৃণমূল, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেয়, আর আমাকে সভা করতে দিল না৷ তৃণমূলের দ্বিচারিতা স্পষ্ট৷'

বাংলায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে

বাংলায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে

ওয়েইসি জানান, বাংলায় তাঁর দলের প্রচারে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলের বিরুদ্ধে কথা বলবেন৷ 'রাজ্যের সংখ্যালঘু তরুণ প্রজন্মের চোখে অনেক স্বপ্ন রয়েছে৷ তাদের কথা বলব৷ বাংলায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে৷' ওয়েইসির প্রশ্ন, 'আমি গুজরাতে গিয়ে মোদী-শাহ-বিজেপির বিরুদ্ধে বলি, বাংলায় বলতে পারব না কেন।' এআইএমআইএম প্রধানের বিশ্বাস, 'যে পুলিশ আধিকারিকরা আমাদের জনসভার অনুমতি দিল না, তারা থাকলে অবাধ নির্বাচন হবে না৷'

English summary
Bengal Election: Modi-shah given permission, not me, Asaduddin Owaisi snubs Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X