For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টেস্টিং ফেসিলিটি চালু হোক আসানসোলে, স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাবুল

করোনা টেস্টিং ফেসিলিটি চালু হোক আসানসোলে, স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাবুল

Google Oneindia Bengali News

কলকাতার উপর ভরসা করে থাকলে চলবে না। এবার আসানসোলে তৈরি করতে হবে করোনা চিহ্নিতকরণের জন্য ল্যাবরেটরি। কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর সংসদীয় ক্ষেত্রে ল্যাবরেটরি করার জন্য চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। যেন আসানসোলের মানুষ আসানসোলেই পরীক্ষা করাতে পারে। পরীক্ষার জন্য তাঁকে যেন কলকাতায় না আসতে হয়।

করোনা টেস্টিং ফেসিলিটি চালু হোক আসানসোলে, স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাবুল

বাবুল সুপ্রিয় বলেন, আসানসোলে কারও শরীরে সন্দেহজনক কোনও উপসর্গ দেখা দিলে তাঁকে সোয়াব পরীক্ষা করার জন্য আনতে হচ্ছে আড়াইশো কিলোমিটার দূরে কলকাতায়। তাই আসানসোলে দ্রুত করোনা ভাইরাস টেস্টিং ফেসিলিটি চালু করার দরকার। এই মর্মেই আমি চিঠি লিখেছি স্বাস্থ্যমন্ত্রীকে।

বাবুল বলেন, শনিবারই তাঁকে মৌখিকভাবে বলেছিলাম। এখন তাঁকে লিখিতভাবে আবেদন করলাম। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাঁর কথায় রাজ্যের দ্বিতীয় জনবহুল শহর আসানসোল। তাই এখানেও করোনা ভাইরাস পরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা জরুরি।

তিনি বলেন, আসানসোলে স্কটল্যান্ড ফেরত চার বছরের শিশু ও তাঁর মা কোয়ারেন্টাইনে ছিলেন। আর ম্যাঞ্চেস্টার ফেরত এক যুবক ভর্তি ছিলেন আইসোলেশন ওয়ার্ডে। তাঁদের সোয়াব বা লালারস পাঠানো হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট আসতে সময় লেগে যায় পাঁচদিন। তারপর জানা যায়, তাঁদের করোনা ভাইরাস সংক্রমণ নেই।

আসানসোলে ল্যাবরেটরি হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্গাপুর, বাঁকুড়ার মানুষও এর ফলে সুবিধা পাবে। কলকাতার ল্যাবরেটররির উপরও চাপ কমবে। দ্রুত রোগ নির্ণয় করা গেলে করোনার সংক্রমণ অনেকটাই আটকানো যাবে। আক্রান্তদের কোয়ারেন্টাইনে পাঠানো যাবে।

করোনা আপনাকে ভয় পাবে! মোকাবিলায় নানা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকরোনা আপনাকে ভয় পাবে! মোকাবিলায় নানা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

English summary
Central minister Babul Supriyo writes letter to health minister to open Corona testing facility in Asansole
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X