For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার রায়: অধীর আগ্রহের অবসান, মমতা ঝড়ে ঢাকা পড়ল সূর্য, বাংলার পরিবেশে মিশল গেরুয়া হাওয়াও

Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ মে : অপেক্ষার অবসান হবে আর কয়েক ঘন্টা পরেই। বাংলা ফের সবুজ হবে নাকি লাল রংয়ের দাপটে এবার গদি ছাড়তে হবে বর্তমান শাসক দলকে। ভোট গণনার ফল সে হিসেব স্পষ্ট করে দেবে আজই। [বুথ ফেরত সমীক্ষার তৃণমূলের ফেরার আভাস]

<strong>বাংলায় জেলার নিরিখে কোন দল পেল কটি আসন</strong>বাংলায় জেলার নিরিখে কোন দল পেল কটি আসন

রাজ্যের ৯০টি গণনাকেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে চলবে গণনা। গণনা শেষে রাজ্যে ২৯৪টি আসনের ফলাফল জানা যাবে। [ বুথ ফেরত সমীক্ষা যাই বলুক উলাটপূরাণ হবে ১৯ মে, আত্মবিশ্বাসী সিপিএমের শীর্ষ নেতৃত্ব]

 (Live) আজ বাংলার রায়, ২৯৪টি আসনের ভোটগণনা শুরু হল, এগিয়ে রয়েছে তৃণমূস, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জোট

রাজ্যের ভোটগণনার যাবতীয় Live Update দেখুন এখানে

বিকেল ৫ টা ৪ মিনিট: সর্বশেষ ফলাফল

  • তৃণমূল - ২১১
  • বামফ্রন্ট - ৩২
  • কংগ্রেস - ৪৪
  • বিজেপি - ৩
  • অন্যান্য - ৪

বিকেল ৩ টে ২৯ মিনিট : এখনও পর্যন্ত যা পরিস্থিতি তৃণমূল ইতিমধ্যে জিতে গিয়েছে ২১০টি আসন-এগিয়ে রয়েছে ১টি আসনে, বামেরা জিতেছে ৩২টি আসন, কংগ্রেস জিতেছে ৪৪টি আসনে। বিজেপি জিতেছে ৩টি আসনে, অন্যান্যরা ৪টি আসনে।

<strong>বাংলার রায় নিয়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের কার কী প্রতিক্রিয়া!</strong>বাংলার রায় নিয়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের কার কী প্রতিক্রিয়া!

দুপুর ২ টো ৫৮ মিনিট : এখনও পর্যন্ত যা পরিস্থিতি তৃণমূল ইতিমধ্যে জিতে গিয়েছে ১৯৭টি আসন-এগিয়ে রয়েছে ১৬টি আসনে, বামেরা জিতেছে ২৪টি আসন-এগিয়ে ৬টি আসনে, কংগ্রেস জিতেছে ৩৭টি আসনে-এগিয়ে ৭ টি আসনে। বিজেপি জিতেছে ৩টি আসনে, অন্যান্যরা ৪টি আসনে।

দুপুর ২ টো ১৫ মিনিট : সাংবাদিক বৈঠক করলেন সূর্যকান্ত মিশ্র। যা বললেন তা দেখে নিন এই লিঙ্কে ক্লিক করে।

দুপুর ১ টা ৪৮ মিনিট : ম্যাজিক ফিগারের আসনে পৌঁছল তৃণমূল। এখনও পর্যন্ত ১৪৮ টি আসনে জয়, ৬৯ আসনে এগিয়ে, বামেদের ১৩টি আসনে জয়- ১৪টি আসনে এগিয়ে, কংগ্রেসের ২৩টি আসনে জয় - ১৯টি আসনে এগিয়ে, বিজেপি ৪টি আসনে জয়ী, অন্যান্যরা জয়ী ৪টি আসনে।

দুপুর ১ টা ৪৩ মিনিট : কামারহাটি থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র।

দুপুর ১ টা ১৯ মিনিট : সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। বললেন অজুহাত দিয়ে হার ঢাকা যায়না। মানুষের কাছে জোট বিশ্বাসযোগ্যতা পায়নি। তাই এই ফল। তবে মুর্শিদাবাদের ফল খারাপ হয়নি। সিপিএম-এর আসনে তৃণমূল জিতেছে। কংগ্রেসের আসনে কিন্তু জয় পায়ি তৃণমূল। [হারের জন্য ঘুরিয়ে বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন অধীর চৌধুরী]

দুপুর ১ টা ৭ মিনিট : সিঙ্গুরে জয়ী তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

দুপুর ১২ টা ৫৫ মিনিট : ময়ুরেশ্বরে পরাজিত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে খড়গপুর সদর থেকে জিতে গিয়েছেন বিজেপির প্রার্থী দীলিপ ঘোষ।

 (Live) বাংলার রায়: ফের একবার মমতা ঝড়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পথে তৃণমূল

দুপুর ১২টা ৪৮ মিনিট : হাওড়া, হুগলিতে সবকটি আসনেই নয় এগিয়ে আছে নয় জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস।

দুুপুর ১২টা ৮ মিনিট : এখনও পর্যন্ত ২৯৪টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বামেরা জয়ী ২টি আসনে, কংগ্রেস জয়ী ৫টি আসনে, অন্যান্যরা জয়ী ১ টি আসনে। ১৯৪টি আসনে এগিয়ে তৃণমূল, ২৬টি আসনে এগিয়ে বামেরা, কংগ্রেস এগিয়ে ৩৮টি আসনে, বিজেপি এগিয়ে ৫টি আসনে, অন্যান্যরা এগিয়ে ২টি আসনে।

নির্বাচনের ফলাফলের বিভিন্ন মুহূর্তের ছবি

ঠান্ডা ঠান্ডা কুল কুল আসছে আবার তৃণমূল, শহরের কোনায় কোনায় সকাল থেকে এই স্লোগানই!

দুপুর ১২ টা ৭ মিনিট : মধ্য হাওড়া থেকে জয়ী লক্ষ্মীরতন শুক্ল।

সকাল ১১ টা ৫৪ মিনিট : সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়: তৃণমূল কংগ্রেস একা লড়েছে। ৪৯ বছরের মধ্যে এককভাবে তৃণমূল লড়েছে বাংলায়। যা আগে হয়নি। এবার সমস্ত বিরোধী শক্তি এক হয়ে যাওয়া সত্ত্বেও মানুষ সঙ্গে ছিল। সাধারণ মানুষকে ধন্যবাদ জানি। অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার একটা মিথ্যা সন্ত্রাস গুজব আকারে ছড়ানোর চেষ্টা হয়েছে। এটা রাজনীতির পক্ষে শুভ না। মানুষ এটা পছন্দ করে না। গণতন্ত্রের পক্ষে এটা বিপজ্জনক সিগন্যাল। কিছু কিছু কথা আমার বিবেক দংশন করেছে। যে ধরনের কথা বলা হয়েছে তা শুনে আমার নিজের লজ্জা লেগেছে। একটা আঞ্চলিক দল অথচ তার বিরুদ্ধে এত কুৎসা, ষড়যন্ত্র করা হয়েছে। আমি সবসময় সবটুকু মানুষের উপর ছেড়ে দিয়েছি। দিল্লির সন্ত্রাসকে নস্যাৎ করে দিয়ে যেভাবে আমাদের পক্ষে রায় দিয়েছে।যদিও দায়িত্বে থাকা পুলিশের বাড়াবাড়ি হয়েছে। [শুক্রবার শপথ নেবেন, নির্বাচনে জিতে আর যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়]

নির্বাচনের আগে যারা রক্তগঙ্গা বইয়ে দেব বলে... আমরা একটা নির্বাচিত সরকার। প্রায় গত ৬ মাস ধরে কাজ করতে দেওয়া হয়নি। আমি অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এত বাধা আমরা পেয়েছি। এখানে সবার সঙ্গে খুব দুর্ব্যবহার করা হয়েছে। রাজনীতিটা একটা নোংরামির পর্যায়ে চলে গিয়েছিল তা কাম্য নয়। আমার যদি ভুল হয় আমি শিক্ষা নেব। অন্যরা যদি ভুল করে তাদেরও শিক্ষা নিতে হবে। আমার অনেক কর্মীরা খুন হয়েছে। উন্নয়নই ছিল আমাদের হাতিয়ার। বিজয় উৎসব হবে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-মাদ্রাসা-আইএসি-সিবিএসই বহু মেধাবী ছাত্ররা ভাল ফল করেছে। তাই বিজয় উৎসবের বদলে সাংস্কৃতিক অনু্ষ্ঠানের কর্মসূচী চলবে। [মানুষই ছক্কা হাঁকিয়েছে, সূর্যকান্তকে কটাক্ষের জবাব ফেরালেন মমতা]

সকাল ১১ টা ৫৪ মিনিট : ৫৭ সালের পর থেকে কখনও করিমপুরে হারেনি বামেরা। এইবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে।

সকাল ১১ টা ৫১ মিনিট : রায়গঞ্জে জয়ী হলেন কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত।

সকাল ১১ টা ৪৪ মিনিট : তৃণমূলের সাংবাদিক সম্মেলন কালীঘাটে আর কিছুক্ষণের মধ্যেই হবে।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

সকাল ১১ টা ৪৩ মিনিট : অষ্টম রাউন্ডের শেষে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপা দাসমুন্সি।

সকাল ১১ টা : ১৩,১৬০ ভোটে জয়ী তৃণমূল নেত্রী শশী পাঁজা।

সকাল ১০ টা ৫৫ মিনিট : ৯ রাউন্ডের শেষে নন্দীগ্রাম থেকে ৪৩,৪১৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের শুভেন্দু অধিকারি।

সকাল ১০ টা ৫৪ মিনিট : কেশপুরে ২৭.০০০-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূলের শিউলি সাহা।

সকাল ১০ টা ৫২ মিনিট : আরামবাদে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণচন্দ্র সাঁতরা। ৩৫ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি।

সকাল ১০ টা ৫১ মিনিট : ৭ রাউন্ডের শেষে যাদবপুর থেকে ৬৫৯৭ ভোটে এগিয়ে রয়েছেন সিপিএম-এর সুজন চক্রবর্তী।

সকাল ১০ টা ৪৭ মিনিট : ষষ্ঠ রাউন্ডের শেষে শিলিগুড়ি থেকে ৬৯৮৭ ভোটে এগিয়ে অশোক ভট্টাচার্য।

সকাল ১০ টা ৪৬ মিনিট : চতুর্থ রাউন্ডের শেষে কলকাতা বন্দর থেকে ১৬.৫২২ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম।

 (Live) বাংলার রায়: প্রাথমিক পর্যায়ের গণনায় ২০০+ আসনে এগিয়ে তৃণমূল, জোট ৬৫+

সকাল ১০ টা ৪২ মিনিট : জগদ্দল, আরামবাগ, দাঁতন, এগরা, মধ্যমগ্রাম,চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল

সকাল ১০ টা ২১ মিনিট : শুভেন্দু অধিকারি : তৃণমূলের ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড় চলছে। আমরা জোট ঘোটের ধূলিস্যাৎ করে দেব। যেভাবে বিরোধীরা, মিডিয়ার একটা অংশ যেভাবে চক্রান্ত কুৎসা চালিয়েছে, তার জবাব মানুষ দিয়েছে।

সকাল ১০ টা ১৭ মিনিট : মোট ৩৩ টি আসনের মধ্যে উত্তর ২৪ পরগনায় ২৮টি আসনে , বামফ্রন্ট ৩ টি আসনে এগিয়ে এবং বিজেপি ২ আসনে এগিয়ে রয়েছে।

সকাল ১০ টা ১৪ মিনিট : বড়জোরার তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী এগিয়ে।

সকাল ১০ টা ৯ মিনিট : এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে ২১৯টি আসনে, জোট এগিয়ে ৬৭টি আসনে, বিজেপি এগিয়ে ৫টি আসনে, অন্যান্যরা এগিয়ে ২টি আসনে।

সকাল ১০ টা ৯ মিনিট : গলসীতে এগিয়ে জোট প্রার্থী।

সকাল ১০ টা ৬ মিনিট : কোচবিহারের ৯টি আসনের যে ট্রেন্ড পাওয়া গিয়েছে তাতে ৯টির মধ্যে ৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, ১টি আসনে এগিয়ে বামেরা

সকাল ১০ টা ২ মিনিট : বীজপুর থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়।

সকাল ৯ টা ৫৭ মিনিট : এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে ভোট ভাগের যে হিসাব দেওয়া হয়েছে তা হল

তৃণমূলে কংগ্রেস - ৪৬.৬%

সিপিএম - ১৯.১ %

কংগ্রেস - ১১.২%

বিজেপি - ১০.২%

সকাল ৯ টা ৫৬ মিনিট : এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে ২১১টি আসনে এগিয়ে, বামেরা মাত্র ৩২টি আসন এগিয়ে, কংগ্রেস ৩৮টি আসন, বিজেপি এগিয়ে ৬টি আসনে, অন্যন্যারা এগিয়ে ৪টি আসনে।

সকাল ৯ টা ৫৫ মিনিট : ডোমকলে এগিয়ে সিপিএম প্রার্থী আনিসুর রহমান।

সকাল ৯ টা ৪৮ মিনিট : এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে ২০৭টি আসনে, জোট এগিয়ে ৬৩টি আসনে, বিজেপি এগিয়ে ৫টি আসনে, অন্যন্যারা এগিয়ে ২টি আসনে।

সকাল ৯ টা ৪৬ মিনিট : গণনার প্রথম রাউন্ডের শেষে ১৪৯৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

 (Live) আজ বাংলার রায়, প্রাথমিক পর্যায়ের গণনায় ২০০+ আসনে এগিয়ে তৃণমূল, জোট ৬৫+

সকাল ৯ টা ৪২ মিনিট : মাদারিহাট, কুমারগ্রামে এগিয়ে বিজেপি।

সকাল ৯ টা ৪১ মিনিট : সাতগাছিয়া থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী সোনালী গুহ।

সকাল ৯ টা ৩৮ মিনিট : চন্দননগরে পিছিয়ে তৃণমূলপ্রার্থী গায়ক ইন্দ্রনীল সেন।

সকাল ৯ টা ৩৬ মিনিট : সকাল থেকে প্রাথমিক ভাবে নারায়ণগড় থেকে সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্র এগিয়ে থাকলেও এখন তিনি পিছিয়ে পড়েছেন। এই

সকাল ৯ টা ৩৫ মিনিট : বেহালা পশ্চিম থেকে এগিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়।

 (Live) আজ বাংলার রায়, প্রাথমিক পর্যায়ের গণনায় ১৭০+ আসনে এগিয়ে তৃণমূল, জোট ৬৫+

সকাল ৯ টা ৩৪ মিনিট : পাণ্ডুয়া এলাকা থেকে পিছিয়ে তৃণমূল প্রার্থী রহিম নবি।

সকাল ৯ টা ২৯ মিনিট : এখনও পর্যন্ত তৃণমূল ১৬৭ টি আসনে এগিয়ে, জোট ৬৯টি আসনে এগিয়ে, বিজেপি ৩টি আসনে এগিয়ে, অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।

সকাল ৯ টা ২৫ মিনিট : রায়দিঘি এলাকা থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায় ।

 (Live) আজ বাংলার রায়, প্রাথমিক পর্যায়ের গণনায় ১৪০ পেরলো তৃণমূল, জোট রয়েছে ৭০-এর ঘরে

সকাল ৯ টা ১৯ মিনিট : কুশমণ্ডি, হরিরামপুরে এগিয়ে জোট প্রার্খী।

সকাল ৯ টা ১৬ মিনিট : বালিগঞ্জ এলাকা থেকে এগিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।

 (Live) আজ বাংলার রায়, প্রাথমিক পর্যায়ের গণনা অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল

সকাল ৯ টা ১৩ মিনিট : এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে ১২৯টি আসনে, জোট এগিয়ে ৬৬টি আসনে, বিজেপি এগিয়ে ৩টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।

সকাল ৯ টা ৯ মিনিট : কলকাতা বন্দর থেকে এগিয়ে ফিরহাদ হাকিম। নন্দীগ্রাম থেকে এগিয়ে তৃণমূলে নেতা শুভেন্দু অধিকারি।

 (Live) আজ বাংলার রায়, প্রাথমিক পর্যায়ের গণনা অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল

সকাল ৯ টা ৮ মিনিট : হাওড়া উত্তর কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতম শুক্ল। সিঙ্গুরের জোটপ্রার্থী রবীন দেব এগিয়ে।

সকাল ৯ টা ৩ মিনিট : মদন মিত্র হলেন তৃণমূলের একমাত্র প্রার্থী যিনি জেলবন্দি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কামারহাটি কেন্দ্র থেকে আপাতত এগিয়ে রয়েছেন মদন মিত্র।

 (Live) আজ বাংলার রায়, ২৯৪টি আসনের ভোটগণনা শুরু হল, এগিয়ে রয়েছে তৃণমূস, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জোট

সকাল ৯ টা ২ মিনিট : সবং কেন্দ্র থেকে এগিয়ে জোটের রয়েছেন কংগ্রেস নেতা মানস ভুঁইঞা।

সকাল ৯ টা : বিজেপি নেতা রাহুল সিনহা এগিয়ে রয়েছে জোঁড়াসাকো কেন্দ্র থেকে।

 (Live) আজ বাংলার রায়, ২৯৪টি আসনের ভোটগণনা শুরু হল, এগিয়ে রয়েছে তৃণমূস, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জোট

সকাল ৮ টা ৫৯ মিনিট : এই মুহূর্তে ৯৭টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৪৪টি আসনে এগিয়ে জোট, ২ টি আসনে এগিয়ে বিজেপি, ১ টি আসনে এগিয়ে অন্যান্যরা।

সকাল ৮ টা ৫৮ মিনিট : খড়দহে এগিয়ে অমিত মিত্র।

সকাল ৮ টা ৫৭ মিনিট : করণদিঘিতে এগিয়ে গেল তৃণমূল। এতক্ষণ জোট এগিয়ে ছিল এই আসনে।

সকাল ৮ টা ৫৫ মিনিট : যাদবপুরে এগিয়ে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, চাঁপদানিতে কংগ্রেস নেতা আবদুল মান্নান, আর ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূল নেতা গৌতম দেব এবং দমদমে তৃণমূল নেতা ব্রাত্য বসু এগিয়ে।

সকাল ৮ টা ৫৪ মিনিট : নারায়ণগড়ে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্র।

 (Live) আজ বাংলার রায়, ২৯৪টি আসনের ভোটগণনা শুরু হল, এগিয়ে রয়েছে তৃণমূস, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জোট

সকাল ৮ টা ৫০ মিনিট : ধূপগুড়িতে এগিয়ে তৃণমূল প্রার্থী।

সকাল ৮ টা ৪৪ মিনিট : এই মুহূর্তে ৪৭ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৩৪টি আসনে এগিয়ে জোট, ২টি আসনে এগিয়ে বিজেপি, অন্যান্যরা এগিয়ে ১ টি আসনে।

সকাল ৮ টা ৪৩ মিনিট : রাজারহাট-গোপালপুর আসনে এগিয়ে জোট, মানিকতলা, শ্যামপুকুরএ এগিয়ে তৃণমূল।

সকাল ৮ টা ৩৮ মিনিট : এই মুহূর্তে ৩০ টি আসনে এগিয়ে তৃণমূল, ১৭টি আসনে এগিয়ে জোট এবং ২ আসনে এগিয়ে বিজেপি।

সকাল ৮ টা ৩৭ মিনিট : কলকাতার চৌরঙ্গি, এন্টালিতে এগিয়ে তৃণমূল। জোঁড়াসাকোতে এগিয়ে বিজেপি প্রার্থী।

সকাল ৮ টা ৩৩ মিনিট : বালি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী বৈশালি ডালমিয়া।

সকাল ৮ টা ৩০ মিনিট : এই মুহূর্তে তৃণমূল এগিয়ে রয়েছে ১৭টি আসনে এবং জোট এগিয়ে ৯টি আসনে।

সকাল ৮ টা ২৯ মিনিট : কালনা ও পূর্বস্থলী দক্ষিণ আসনে এগিয়ে জোট।

সকাল ৮ টা ২৮ মিনিট : মধ্য হাওড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী, চাকুলিয়ায় ও করণদিঘিতে এগিয়ে জোট।

সকাল ৮ টা ২৪ মিনিট : ইন্দাসে এগিয়ে তৃণমূল।

সকাল ৮ টা ২১ মিনিট : এই মুহূর্তে ৯টি আসনে এগিয়ে তৃণমূল ও ৩ টি আসনে এগিয়ে জোট।

সকাল ৮ টা ২০ মিনিট : জলপাইগুড়ি আসনে এগিয়ে জোট।

সকাল ৮ টা ১৭ মিনিট : এখনও পর্যন্ত ৪টি আসনে এগিয়ে তৃণমূল।

সকাল ৮ টা ১৬ মিনিট : বর্ধমান দক্ষিণ, আলিপুরদুয়ার, কোচবিহার দক্ষিণ ও সিতাই কেন্দ্রে এগিয়ে তৃণমূল।

সকাল ৭ টা ৪০ মিনিট :

সকাল ৭ টা ৩০ মিনিট : ভোটগণনার আগে রাজনৈতিক দলগুলি ও ভোটারদের ধন্যবাদ জানালেন নসিম জাইদি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে জানালেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এখন কেউ যদি আমাদের সমালোচনা করে তাহলে তা তাদের দৃষ্টিভঙ্গি।

English summary
Assembly Election Result 2016 Live Update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X