For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারের জন্য ঘুরিয়ে বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন অধীর চৌধুরী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ মে : বলবেন না বলবেন না করেও ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই বামেদের সমালোচনায় মুখর হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। হারের জন্য ঘুরিয়ে বামেদেরই দায়ী করলেন তিনি।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

শুক্রবার শপথ নেবেন, নির্বাচনে জিতে আর যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আলোচনা না করেই মুর্শিদাবাদের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে মোট ১০টি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে বাম প্রার্থীরা ভোটে দাঁড়ায়। ফলে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হয়ে শাসক দল তৃণমূলের সুবিধা হয়েছে বলে অভিযোগ করেছেন অধীরবাবু। এর আগেও তিনি এই বিষয়টি নিয়ে সরব হন। এদিনও একই কথা বলেছেন তিনি।

হারের জন্য ঘুরিয়ে বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন অধীর চৌধুরী

তাঁর ব্যাখ্যা হরিহরপাড়া, সাগরদিঘির মতো জায়গায় বাম-কংগ্রেস দুটি দলের প্রার্থীই দাঁড়িয়েছে। এইসব জায়গায় প্রার্থীপদ প্রত্যাহারের জন্য অনুরোধও করা হয়েছিল। বদলে অন্য কোথাও বামেদের আসন ছাড়তে রাজি ছিল কংগ্রেস।

বিধানসভা ভোটের ফলাফল কংগ্রেস কংগ্রেসের মতো করে পর্যালোচনা করবে। এখুনি জোটসঙ্গী বামদের কাঠগড়ায় তুলতে নারাজ অধীর চৌধুরী। তবে নানা জায়গায় দুটি দলেরই প্রার্থী দাঁড়িয়ে তৃণমূলের সুবিধার কথাই বারবার বলেছেন তিনি। এতে মানুষের কাছে ভুল বার্তাও পৌঁছেছে বলে মত তাঁর।

এর পাশাপাশি প্রদেশ সভাপতির বক্তব্য, রাজ্য জুড়ে ভোটের অনেক আগে থেকেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে সেটাও তাঁদের হারের কারণ বলে মনে হয়েছে অধীর চৌধুরীর।

English summary
Congress leader Adhir Chowdhury blames CPM for defeat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X