For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে পি-মার্ক, পোল স্টার্টের সমীক্ষায় পাল্লা কোন দিকে ঝুঁকছে

  • |
Google Oneindia Bengali News

২৯৪ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১৪৮ । নীলবাড়ি দখলের লড়াইয়ে আপাতত বাংলার বুকে এই সংখ্যাতত্ত্বই আপাতত পাখির চোখ বিজেপি থেকে তৃণমূলের। এদিকে ২ যুযুধান শিবিরের মাঝে বাংলার বুকে বড় রাজনৈতিক ফ্যাক্ট হওয়ার সম্ভাবনায় অন্যতম তাম সংযুক্ত মোর্চা। এরই মাঝে এদিন অষ্টম দফা ভোট পর্ব শেষ হতেই একের পর এক সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসে। দেখা যাক তার মধ্যে পোল স্টার্স ও পি মার্কের সমীক্ষা কী বলছে।

 তৃতীয়বার মসনদে দিদি?

তৃতীয়বার মসনদে দিদি?

এদিনের একের পর এক সমীক্ষা জানান দিয়েছে যে বাংলার মসনদে পাল্লা ভারী তৃণমূলের। তবে বেশির ভাগ ক্ষেত্রেই উঠে এসেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা। তবে বুথ ফেরৎ সমীক্ষার ইতিহাস বলছে বহু তথ্যই বাস্তবের মাটিতে বহু সময় মেলেনি। তবে যে সব তথ্য মিলেছে তা কেল্লাফতে করেছে! প্রসঙ্গত আজকের বুথ ফেরৎ সমীক্ষায় ২৯২ আসনের ফলাফল নিয়ে সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। আর তাতেই ইঙ্গিত যে বাংলা ফের একবার মমতাকেই মুখ্যমন্ত্রী হিসাবে পেতে পারে।

 পি মার্কের সমীক্ষা কী বলছে?

পি মার্কের সমীক্ষা কী বলছে?

এদিকে, আজ পিমার্কের সমীক্ষা বলছে বাংলায় তৃণমূল ১৫২ থেকে ১৭২ টি আসন পাবে। বিজেপি পাবে ১১২ থেকে ১৩২ টি আসন। বাকিরা ১০ থেকে ১৫ টি আসন পেতে পারে।

পোল স্টার্টের সমীক্ষা

পোল স্টার্টের সমীক্ষা

এদিকে, পোল স্টার্টের সমীক্ষা বলছে তৃণমূলের ঘরে বাংলায় ১৪২ থেকে ১৫২ টি আসন যেতে পারে। । সেখানে আবার বিজেপির ঘরে ১২৫ থেকে ১৩৫ টি আসন থাকতে পারে। এদিকে সেক্ষেত্রে বাকিদের ঘরে ১৬ থেকে ২৬ টি আসন যেতে পারে।

 বাংলায় ২০১৬ বিধানসভা ভোটের ফলাফল

বাংলায় ২০১৬ বিধানসভা ভোটের ফলাফল

২৯৪ আসনে বাংলার ভোটে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস ২১১ টি আসন জিতে সরকার গড়ে। সেবার বামেদের ঝুলিতে ছিল ২৬ টি আসন। কংগ্রেস পায় ৪২ । বিজেপির ঝুলিতে যায় ৩ টি আসন। সেই জায়গা থেকে ২০১৯ সালে লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল দেখা যায় বিজেপির। এরপর ২০২১ এর ফলাফলের অপেক্ষা।

English summary
Assembly Election 2021 Exit Poll Results for West Bengal says TMC ahead of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X