For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস ধসে যাবে ২০২১-এর আগেই! কোনও প্রার্থীই খুঁজে পাবে না, নিশানা অর্জুনের

তৃণমূল ধসে যাবে ২০২১-এর আগেই! কোনও প্রার্থীই খুঁজে পাবে না, নিশানা অর্জুনের

  • |
Google Oneindia Bengali News

'বিজেপিতে ধস নামবে না। আর কিছুদিন অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেসই ধসে যাবে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই হারবেন। এবার আর রক্ষা নেই। বাংলায় পরিবর্তনের যে আওয়াজ উঠেছে, তা রোখার ক্ষমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। কারণ মমতা যাঁদের নিয়ে পরিবর্তন ঘটিয়েছিলেন, তাঁদের উপরই বুলডোজার চালিয়ে দিয়েছেন।'

তৃণমূলে দুর্দিনের শুরু হয়ে গিয়েছে

তৃণমূলে দুর্দিনের শুরু হয়ে গিয়েছে

প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই একহাত নিলেন অর্জুন সিং। তিনি বলেন, তৃণমূলে দুর্দিনের শুরু হয়ে গিয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তার প্রমাণ। তিনি এখন লোক ডাকছেন বিজেপি থেকে, কংগ্রেস-সিপিএম থেকে। তাহলেই বুঝুন তৃণমূলের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে।

এজেন্ট দেওয়া তো দূর, প্রার্থী পাবে না তৃণমূল

এজেন্ট দেওয়া তো দূর, প্রার্থী পাবে না তৃণমূল

অর্জুন সিং বলেন তৃণমূলের যা অবস্থা হবে, ওদের এজেন্ট দেওয়া তো দূরের কথা প্রার্থী পাবে না দাঁড় করানোর। এবার বহু রথী তৃণমূলের টিকিটে দাঁড়ানোর সাহস করবে না। জ্যোতিপ্রিয় মল্লিক হোন বা অন্য কেউ দাঁড়ান না কেন এবার উত্তর ২৪ পরগনায় বিজেপিই জিতবে। তৃণমূলের নাম-নিশান কিছুই থাকবে না।

জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে দাঁড়াবেন না

জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে দাঁড়াবেন না

অর্জুনের কথায়, শুধু ভোটটা হতে দিন, তারপরেই দেখবেন কী ফল হয়। এবার উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে দাঁড়াবেন না। যদি দাঁড়ান তাহলে আমি তাঁর ব্যানার-পোস্টারের যাবতীয় খরচ দেব। কেন দাঁড়াবেন না- কারণ লোকসভায় ২৭ হাজার ভোটে হেরে আছে তৃণমূল, এবার ৪০ হাজার ভোটে হারবে।

বিজেপি ২০০ আসন পাবে, মমতাও হারবে

বিজেপি ২০০ আসন পাবে, মমতাও হারবে

বিজেপি সাংসদের কথায়, উত্তর ২৪ পরগনায় ২৭টি আসনে জিতব আমরা। বিজেপি এবার ২০০ আসন পাবে। ফলে বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী এবার ভবানিপুরে দাঁড়ালে হারবেন। গুন্ডামি না করতে পারলে তিনি হারবেন। আর মাঝেমধ্যেই তিনি ভাটপাড়ার কথা বলেন। ভাটপাড়ায় দাঁড়ালে তিনি ৪০ হাজার ভোটে হারবেন। যতই গুন্ডামি করুক, তিনি হারবেনই।

তিন নম্বর স্থানে শেষ করবে তৃণমূল

তিন নম্বর স্থানে শেষ করবে তৃণমূল

অর্জুন বলেন, এখনই ভোট হলে তিন নম্বর স্থানে শেষ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেকেন্ড হবে বামেরা। আর বিজেপি প্রথম স্থানে থাকবে। রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের দিন শেষ। দলটা এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটিই কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।

বিজেপিতে মমতার বিকল্প কে! এতদিনে 'জুতসই’ একটা নাম পেয়েছে, জল্পনা চরমেবিজেপিতে মমতার বিকল্প কে! এতদিনে 'জুতসই’ একটা নাম পেয়েছে, জল্পনা চরমে

English summary
Arjun Singh takes on Mamata Banerjee’s TMC before 2021 assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X