For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সংগঠনের তুলনায় বুদ্ধদেব-সুভাষের নাম উল্লেখ! আসানসোলে হার নিয়ে ভবিষ্যদ্বাণী মিলেছে, বললেন অর্জুন

বিজেপির সংগঠনের তুলনায় বুদ্ধদেব-সুভাষের নাম উল্লেখ! আসানসোলে হার নিয়ে ভবিষ্যদ্বাণী মিলেছে, বললেন অর্জুন

  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিজেপির (BJP) সংগঠনে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, চলছে দলবাজি, এদিন এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সহ সভাপতি তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বিজেপির সংগঠনে জল মেশানো রয়েছে বলেো মন্তব্য করেছেন তিনি। তাঁর মুখে সিপিআইএম (cpim) এবং তৃণমূলের (Trinamool Congress) কথাও উঠে এসেছে।

সিপিএম-এও ছিল গোষ্ঠীদ্বন্দ্ব

সিপিএম-এও ছিল গোষ্ঠীদ্বন্দ্ব

অর্জুন সিং এদিন বলেছেন, সব দলেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও একটা সময় সবাই এক হয়ে যায়। তা হল ভোটের সময়। তিনি বলেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল, সেই সময়েও গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। বুদ্ধবাবু এবং সুভাষবাবুর লড়াই থাকত। লড়াই থাকত অন্য লবির সঙ্গে বর্ধমান লবির। তিনি বলেন, তৃণমূলেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।

সিপিএম-এর থেকে শিখেছেন

সিপিএম-এর থেকে শিখেছেন

অর্জুন সিং বলেছেন, ভোট কীভাবে করতে হয়, করাতে হয়, তা তিনি সিপিএম জামানা থেকে শিখেছেন এবং সেই সময়েও জয় পেয়েছেন। জয় পেয়েছেন তৃণমূলের সময়েও। কারণ তিনি সংগঠনের নেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠনের সব নেতাকে সামনে আনার তীব্র বিরোধিতা করেন তিনি।

সিপিএম-তৃণমূলের থেকে বিজেপি আলাদা

সিপিএম-তৃণমূলের থেকে বিজেপি আলাদা

দলের সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলতে গিয়ে অর্জুন সিং বলে, বিজেপির সংগঠন সিপিএম এবং তৃণমূলের থেকে আলাদা। বিজেপি সবসময় দেখায় একসঙ্গে আছি। কিন্তু ভোটের সময় সব আলাগা হয়ে যায়। ভোটের সময় এমন অবস্থা হয় যে নেতারা ভোটই দিতে যান না, বলেছেন অর্জুন। তিনি বলেন, যাঁরা ভোটের সময় দলের সঙ্গে বেইমানি করে, তাঁরা বেইমান নম্বর এক। তিনি বলেছেন, এমন অনেক বিজেপি নেতা আছেন, ভোটের সময় তৃণমূলের সঙ্গে থাকেন, পরে বিজেপি নেতা হয়ে যান।

আসানসোল নিয়ে ভবিষ্যদ্বাণী

আসানসোল নিয়ে ভবিষ্যদ্বাণী

অর্জুন সিং বলেছেন, আসানসোলের নশোর মতো বুথে বিজেপির কোনও লোক ছিল না। তিনি আগেই দলকে বলেছিলেন, বিদেপি সেখানে তিন লক্ষ ভোটে হারবে। তাই রয়েছে। পার্টির নির্দিষ্ট ফোরামে তিনি বিষয়টি জানিয়েছিলেন বলেও এদিন বলেছেন অর্জুন সিং। প্রসঙ্গত তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে ৩ লক্ষের বেশি ভোটে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়েছিলেন। তিনি বলেছেন, ভোট পরবর্তী হিংসার জেরে কর্মীরা বসে গিয়েছে।

 সংগঠনে জল মেশানো আছে

সংগঠনে জল মেশানো আছে

অর্জুন সিং বলেছেন আগেও লোক ছিল না। একলক্ষ বুথ রয়েছে। সব বুথে দেওয়ার মতো লোকই নেই বিজেপির। লোক না থাকলে কীভাবে ভোটে জেতা যাবে, প্রশ্ন করেছেন অর্জুন সিং। যেখানে যেখানে লোক নিয়ে বিজেপি লড়াই করেছে, সেখানে জিতেছে। ভোটের লড়াইয়ে বিজেপির সংগঠনে কেউ শেষ মূহুর্তে বিক্রি হয়ে থাকতে পারেন বলে ইঙ্গিত করেছেন অর্জুন সিং। তিনি বলেছেন, কেউ কেউ পুলিশকেও খবর দিয়ে দেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে হার প্রসঙ্গে তিনি বলেছেন, বুথস্তরে সংগঠন ছিল না। তা ছাড়া মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে বিশ্বাস গড়ে তোলা যায়নি।

পেন দেওয়া হয়েছে, তাতে কালি নেই! নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে বিস্ফোরক অর্জুনপেন দেওয়া হয়েছে, তাতে কালি নেই! নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে বিস্ফোরক অর্জুন

English summary
Arjun Singh questions BJP's booth level organisation in West Bengal compating to CPIM and TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X