For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-এর শরণে অনুব্রত মণ্ডল! দলের কর্মীদের দিলেন নির্দেশ

সিপিএম লোক চাইলে দেব। নলহাটিতে এমনটাই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

সিপিএম লোক চাইলে দেব। নলহাটিতে এমনটাই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেসব সিপিএম কর্মী বিজেপি চলে গিয়েছেন তাঁদের বুঝিয়ে তৃণমূল কংগ্রেসে আনার দায়িত্ব দলের নেতার দিয়েছেন অনুব্রত। সভায় পরিসংখ্যান দিয়ে বোঝানো হয়, কোথায় কত ভোট সিপিএম থেকে বিজেপিতে গিয়েছে।

সিপিএমকে সাহায্যের ডাক

সিপিএমকে সাহায্যের ডাক

বিজেপিকে রুখতে প্রয়োজনে সিপিএমকে সাহায্য করবে তৃণমূল। এমনটাই মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। বামেরা জনসভায় লোক না পেলে তৃণমূল লোক দেবে বলেও জানিয়েছেন।

বিজেপিতে যাওয়া সিপিএম কর্মীদের দলে টানার নির্দেশ

বিজেপিতে যাওয়া সিপিএম কর্মীদের দলে টানার নির্দেশ

নলহাটির সভায় পরিসংখ্যান দিয়ে বোঝানো হয়, সেই এলাকায় কোথায় কত ভোট সিপিএম থেকে বিজেপিতে গিয়েছে। দলের কর্মীদের অনুব্রত বলেন, সিপিএম ছেড়ে যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁদের তৃণমূলে ফেরত আনার জন্য বোঝাতে। দলের কর্মীদের তিনি বলেছেন, নিজের এলাকায় বাম সমর্থকদের তৃণমূলে আনতে হবে। তাহলেই বিজেপির সঙ্গে তৃণমূলের ভএাটের ব্যবধান বাড়বে।

বিধানসভায় প্রতিপক্ষ বামফ্রন্ট

বিধানসভায় প্রতিপক্ষ বামফ্রন্ট

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, বিধানসভায় মূল প্রতিপক্ষ বামফ্রন্ট। এব্যাপারে কারণও জানিয়েছেন তিনি। অনুব্রত বলেন, বামেরা ৩৪ বছরের দল। পুরনো খেলোয়াড় হওয়ায় ওরা ভোট তৈরি করে নেবে বলেও মনে করেন তিনি। তাঁর মতে বিজেপি কোনও পার্টিই নয়।

বামেদের ভোট বিজেপিতে, তৃণমূল দিল প্রমাণ

বামেদের ভোট বিজেপিতে, তৃণমূল দিল প্রমাণ

পরিসংখ্যান দিয়ে জেলা তৃণমূলের সহসভাপতি অভিজিৎ সিনহা বলেন, লোকসভা ভোটে নলহাটিতে ২৮ হাজার ১১ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু কোনও কোনও বুথে ৮,১০, ১৫ টা ভোট পেয়েছে বামেরা। এখান থেকেই স্পষ্ট বামেদের ভোট চলে গিয়েছে বিজেপিতে।

বিজেপিকে রুখতে অবস্তাব প্রস্তাব

বিজেপিকে রুখতে অবস্তাব প্রস্তাব

জেলা বিজেপির তরফ থেকে জেলা তৃণমূল সভাপতির প্রস্তাবকে অবাস্তব বলে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি তাদের কটাক্ষ তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিকে।

'উত্তর দিতে পারবেন অনুব্রত'

'উত্তর দিতে পারবেন অনুব্রত'

জেলা বামেদের তরফ থেকে বলা হয়েছে, এমন কোনও সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। তবে অনুব্রত মণ্ডল কেন এমন মন্তব্য করলেন, তার উত্তর তিনিই দিতে পারবেন, বলেছে জেলা বাম নেতৃত্ব।

English summary
Anubrata Mondal says if needed Trinamool Congress will help CPM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X